মাঠে ধোনি না থাকলে তিনি আর খেলা দেখতে যাবেন না। প্রতিজ্ঞা করেছিলেন করাচির বাসিন্দা মহম্মদ বসির বোজাই। বসির পরিচিত চাচা শিকাগো বলেই। এখন শিকাগোতে একটা রেস্তরাঁ চালান তিনি। মহেন্দ্র সিং ধোনির পরম ভক্ত চাচা যেখানেই, পৃথিবীর যে প্রান্তেই ধোনির খেলা হত, ছুটে যেতেন। ধোনির হয়ে হাততালি দেওয়ায় কতবার গদ্দার বলে গালমন্দ খেয়েছেন নিজের দেশ পাকিস্তানে। তাঁর নায়ক অবসর নেওয়ার পর এখন চাচার ইচ্ছা, করোনা মেটার পর একবার রাঁচিতে ধোনির বাড়িতে যাবেন। তাঁর কথা, ধোনি রিটায়ার করেছেন, আমিও। ধোনি না খেললে আর ছুটে বেড়ানোর মানেই হয় না। ২০১১ সালে ভারত-পাকিস্তান বিশ্বকাপের সেমি ফাইনাল থেকেই ৬৫ বছরের চাচার সঙ্গে ধোনির বন্ধুত্ব। তিন-তিনবার হার্ট অ্যাটাকের পরও কেবল ধোনিকে দেখতে তিনি ঘুরেছেন গোটা দুনিয়া। মোহালিতে অতি দামি একটা টিকিট জোগাড় করে দিয়েছিলেন ধোনিই। তাঁর আক্ষেপ, এবার যাতায়াতে নিষেধ আছে বলে যেতে পারবেন না আইপিএল দেখতে। তাঁর স্ত্রী ভারতের হায়দরাবাদের মেয়ে। এবছরের জানুয়ারিতে সেখানে ঘুরে গিয়েছেন চাচা। ২০১৮ সালে এশিয়া কাপের সময় ধোনি তাঁকে উপহার দিয়েছিলেন নিজের জার্সি। দুবার দিয়েছেন ব্যাট। তাঁর মনে আছে, সিডনিতে ২০১৫ সালের বিশ্বকাপে মাঠে ছিলেন তিনি। প্রচণ্ড রোদ। সুরেশ রায়না ছুটে এসে তাঁকে দিয়ে গিয়েছিলেন সানগ্লাস, বলেছিলেন, এটা দিয়েছেন ধোনিভাই, আমি না।
মাঠে ধোনি না থাকলে তিনি আর খেলা দেখতে যাবেন না। প্রতিজ্ঞা করেছিলেন করাচির বাসিন্দা মহম্মদ বসির বোজাই। বসির পরিচিত চাচা শিকাগো বলেই। এখন শিকাগোতে একটা রেস্তরাঁ চালান তিনি। মহেন্দ্র সিং ধোনির পরম ভক্ত চাচা যেখানেই, পৃথিবীর যে প্রান্তেই ধোনির খেলা হত, ছুটে যেতেন। ধোনির হয়ে হাততালি দেওয়ায় কতবার গদ্দার বলে গালমন্দ খেয়েছেন নিজের দেশ পাকিস্তানে। তাঁর নায়ক অবসর নেওয়ার পর এখন চাচার ইচ্ছা, করোনা মেটার পর একবার রাঁচিতে ধোনির বাড়িতে যাবেন। তাঁর কথা, ধোনি রিটায়ার করেছেন, আমিও। ধোনি না খেললে আর ছুটে বেড়ানোর মানেই হয় না। ২০১১ সালে ভারত-পাকিস্তান বিশ্বকাপের সেমি ফাইনাল থেকেই ৬৫ বছরের চাচার সঙ্গে ধোনির বন্ধুত্ব। তিন-তিনবার হার্ট অ্যাটাকের পরও কেবল ধোনিকে দেখতে তিনি ঘুরেছেন গোটা দুনিয়া। মোহালিতে অতি দামি একটা টিকিট জোগাড় করে দিয়েছিলেন ধোনিই। তাঁর আক্ষেপ, এবার যাতায়াতে নিষেধ আছে বলে যেতে পারবেন না আইপিএল দেখতে। তাঁর স্ত্রী ভারতের হায়দরাবাদের মেয়ে। এবছরের জানুয়ারিতে সেখানে ঘুরে গিয়েছেন চাচা। ২০১৮ সালে এশিয়া কাপের সময় ধোনি তাঁকে উপহার দিয়েছিলেন নিজের জার্সি। দুবার দিয়েছেন ব্যাট। তাঁর মনে আছে, সিডনিতে ২০১৫ সালের বিশ্বকাপে মাঠে ছিলেন তিনি। প্রচণ্ড রোদ। সুরেশ রায়না ছুটে এসে তাঁকে দিয়ে গিয়েছিলেন সানগ্লাস, বলেছিলেন, এটা দিয়েছেন ধোনিভাই, আমি না।
إرسال تعليق
Thank You for your important feedback