পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা

পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার পদের দাবিদার অশোক লাভাসা পদত্যাগ করলেন। মঙ্গলবার তিনি তাঁর পদত্যাগপত্র পেশ করেছেন। তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আগামী মাসে যোগ দিচ্ছেন। ৩১ আগস্ট থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি পাঠিয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নির্বাচনী বিধিভঙ্গের মামলায় ক্লিনচিট দিতে অস্বীকার করে শিরোনামে এসেছিলেন তিনি। নির্বাচনের পরেই তাঁর এবং তাঁর পরিবারের তিনজনের বিরুদ্ধে আয়কর দফতর তদন্ত শুরু করেছিল। গত ১৫ জুলাই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অশোক লাভাসার নিয়োগের কথা জানিয়েছিল। নির্বাচন কমিশনারের পদে তাঁর আরও ২ বছরের মেয়াদ বাকি ছিল। ২০১৮ সালের ২৩ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনার পদে যোগ দেন। মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ২০২২ সালে তাঁর অবসরের কথা ছিল। মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছেড়ে দেওয়া তিনি দ্বিতীয় ব্যক্তি। ১৯৭৩ সালে মুখ্য নির্বাচন কমিশনার নগেন্দ্র সিং পদত্যাগ করে আন্তর্জাতিক আদালতের বিচারক হয়েছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم