অন্ধ্রে জলবিদ্যুৎ কেন্দ্রে আগুন, আটক ৯ কর্মী


অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম জলাধারে একটি ভূগর্ভ জলবিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে ভিতরে আটকে পড়েছেন ৯ কর্মী। বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ৪ নম্বর ইউনিটে একটি বিস্ফোরণের পর শর্টসার্কিটের জন্য প্যানেল বোর্ডে এই আগুন লেগেছিল। গোটা জলবিদ্যুৎ কেন্দ্র ঘন ধোঁয়ায় ঢেকে যায়। মোট ১৭ জন রক্ষণাবেক্ষণ কর্মী ভিতরে থাকলেও ৮ জন বাইরে বেরোতে পেরেছেন। আটকে পড়া কর্মীদের মধ্যে ৬ জন টিএস জেনকোর এবং ৩ জন বেসরকারি কোম্পানির কর্মী। আগুন নেভানোর কাজ করছে দমকলবাহিনী। ধোঁয়ার জন্য তাদের কাজে অসুবিধাহচ্ছে। এই দুর্ঘটনার পর বিদ্যুৎ সরবারহ বন্ধ করা হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم