ঘরবন্দি শিশুদের জন্য সুখবর, এবার ফেসবুক লাইভে চিড়িয়াখানার পশুপাখি


করোনা কালে লকডাউনের কবলে চিড়িয়াখানা। গত মার্চ থেকে বন্ধ রয়েছে আলিপুর চিড়িয়াখানার দরজা। ফলে হাতের নাগালে বাঘ-সিংহদের দেখতে পাচ্ছে না শিশুরা। কবে খুলবে চিড়িয়াখানা সেটা নিয়েও রয়েছে সংশয়। কারণ দিন দিন সংক্রমণের হার উর্ধ্বমুখি, কমার কোনও লক্ষণ নেই। এই পরিস্থিতিতে রাজ্যের ঘরবন্দি শিশুদের কথা মাথায় রেখে অভিনব সিদ্ধান্ত নিল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কলকাতা ও দার্জিলিংয়ের চিড়িয়াখানার পশুপাখিদের দেখানো হবে ফেসবুক লাইভেই। ফলে ঘরে বসেই চিড়িয়াখানার বাঘ-সিংহ-জিরাফরা কী করছে সেটা দেখতে পাবে শিশু থেকে বুড়োর দল। রবিবারই এই পরিষেবার উদ্বোধন হল।

দেশজুড়ে দীর্ঘ লকডাউনের পর দেশ আনলক পর্বে ঢুকে পড়েছে। তবুও স্বাভাবিক হয়নি সাধারণ জনজীবন। বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল ও চিড়িয়াখানা গুলি। এই পরিস্থিতিতে খুদেদের অবস্থা খুবই সঙ্গীন। কারণ স্কুলের বন্ধুদের সঙ্গে যেমন দেখা সাক্ষাৎ নেই। তেমনই চিড়িয়াখানাতে গিয়ে মনোরঞ্জন করতে পারছে না তাঁরা। ফলে মন ভালো নেই বেশিরভাগ শিশুর। সেই কথা ভেবেই ফেসবুক লাইভে চিড়িয়াখানার প্রাণীদের দেখানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতিদিন সকাল ৯ টা থেকে ১০ টা এবং বিকেল ৩ টে থেকে ৪ টা পর্যন্ত চিড়িয়াখানার ফেসবুক পেজে দেখা যাবে প্রাণীদের। পরবর্তীতে সময় বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আর এই মন ভালো করা খবর পেয়ে স্বভাবতই খুশি রাজ্যের কচি কাঁচাদের দল।

ফাইল চিত্র…

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم