অবশেষে মুখোমুখি অশোক গেহলত আর শচিন গেহলত। দুজনের মুখেই চওড়া হাসি। দুজনেই ভি ফর ভিক্টরি দেখান আঙুল তুলে। বিধানসভার বিশেষ অধিবেশনের আগের দিন বৃহস্পতিবার গেহলতের বাড়িতে কংগ্রেস পরিষদীয় বৈঠকে গিয়েছিলেন পাইলট। তার আগেই দুই বিদ্রোহী বিধায়ক ভঁওরলাল শর্মা আর বিশ্বেন্দ্র সিংয়ের ওপর থেকে সাসপেনশনের আদেশ প্রত্যাহার করে নিয়েছে কংগ্রেস। সরকার ফেলার চক্রান্তে ছিলেন এই অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছিল। অন্যদিকে, অশোক গেহলতের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা জানিয়েছে বিজেপি। বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া বৃহস্পতিবার জানিয়েছেন, গেহলতের সরকার বেশিদিন টিঁকবে না। একই কথা জানিয়েছেন বিরোধী নেতা গুলাবচাঁদ কাটারিয়া। গেহলত টুইটে জানিয়েছেন, বিধানসভায় রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে খোলাখুলি আলোচনা হবে। সেইসঙ্গে কথা হবে আর্থিক পরিস্থিতি নিয়েও। সুশাসনের জন্য বিরোধীরাও সহযোগিতা করবে এই আশা করছি।
অবশেষে মুখোমুখি অশোক গেহলত আর শচিন গেহলত। দুজনের মুখেই চওড়া হাসি। দুজনেই ভি ফর ভিক্টরি দেখান আঙুল তুলে। বিধানসভার বিশেষ অধিবেশনের আগের দিন বৃহস্পতিবার গেহলতের বাড়িতে কংগ্রেস পরিষদীয় বৈঠকে গিয়েছিলেন পাইলট। তার আগেই দুই বিদ্রোহী বিধায়ক ভঁওরলাল শর্মা আর বিশ্বেন্দ্র সিংয়ের ওপর থেকে সাসপেনশনের আদেশ প্রত্যাহার করে নিয়েছে কংগ্রেস। সরকার ফেলার চক্রান্তে ছিলেন এই অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছিল। অন্যদিকে, অশোক গেহলতের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা জানিয়েছে বিজেপি। বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া বৃহস্পতিবার জানিয়েছেন, গেহলতের সরকার বেশিদিন টিঁকবে না। একই কথা জানিয়েছেন বিরোধী নেতা গুলাবচাঁদ কাটারিয়া। গেহলত টুইটে জানিয়েছেন, বিধানসভায় রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে খোলাখুলি আলোচনা হবে। সেইসঙ্গে কথা হবে আর্থিক পরিস্থিতি নিয়েও। সুশাসনের জন্য বিরোধীরাও সহযোগিতা করবে এই আশা করছি।
إرسال تعليق
Thank You for your important feedback