কেন্দ্রের সায় ছাড়া লকডাউন নয়, ৭ থেকে চলতে পারে মেট্রো


এখন থেকে কন্টেনমেন্ট জোনের বাইরে লকডাউন করা যাবে না। অন্য জায়গায় লকডাউন ঘোষণা করতে হলে রাজ্যকে কেন্দ্রের অনুমতি নিতে হবে। তাদের সঙ্গে আলোচনা ছাড়া কন্টেনমেন্ট জোনের বাইরে কোনও এলাকায় (রাজ্য/জেলা/সাবডিভিশন/শহর পর্যায়ে) লকডাউনের একতরফা ঘোষণা করতে পারবে না কোনও রাজ্য। ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক-৪ পর্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে রাজ্যগুলি পর্যায়ক্রমে মেট্রো পরিষেবা চালু করতে পারবে। দিল্লি মেট্রো ধাপে ধাপে ওই তারিখ থেকেই চলাচল শুরু করবে। লোকাল ট্রেন চালানোর নিয়ে কিছু বলা হয়নি। সেপ্টেম্বরেও বন্ধ থাকবে যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান। যদিও কন্টেনমেন্ট জোনের বাইরে নবম থেকে দ্বাদশ শ্রেণি ও উচ্চতর শ্রেণির পড়ুয়া, যাঁদের গবেষণাগারে কাজের প্রয়োজন হয়, ২১ সেপ্টেম্বর থেকে অনুমতিসাপেক্ষে তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ায় অনুমতি দেওয়া হয়েছে। এই পর্বে একমাত্র ওপেন থিয়েটার খোলার অনুমতি দেওয়া হয়েছে। বন্ধ থাকবে অন্যান্য সিনেমা হল, থিয়েটার, সুইমিং পুল, প্রমোদ উদ্যান। ২১ সেপ্টেম্বরের পর থেকে খেলার আয়োজন, সামাজিক-সাংস্কৃতিক-ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে অনুমতি দিয়েছে কেন্দ্র। জমায়েতে উপস্থিতি বেঁধে দেওয়া হয়েছে একশোয়। সরকারের বিশেষ অনুমতি ছাড়া আন্তর্জাতিক উড়ানও বন্ধ থাকছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم