গ্লাভস হাতে টিপতে হবে ইভিএমের বোতাম, নির্দেশ নির্বাচন কমিশনের


করোনার সময়ে ইভিএমের বোতাম টেপার আগে ভোটারদের দেওয়া হবে গ্লাভস। কোরনায় আক্রান্ত যাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁরা ভোট দিতে পারবেন একেবারে শেষবেলায়। এই সময়ে ভোটগ্রহণের ব্যাপারে শুক্রবার নির্বাচন কমিশন বিশদ গাইডলাইন জারি করেছে। ভোট দেওয়ার পরে গ্লাভস ফেলে দিতে হবে। করোনা কনটেনমেন্ট জোনে রয়েছেন যাঁরা, তাদের জন্য আলাদা নির্দেশিকা জারি করা হয়েছে। সব ভোটকেন্দ্র ভোটের আগের দিন বাধ্যতামূলকভাবে স্যানিটাইজ করতে হবে। ঢোকার মুখে রাখতে হবে থার্মাল গান। ভোটকর্মীরা ভোটারদের শরীরের তাপ মাপবেন। দেড় হাজারের জায়গায় সর্বোচ্চ হাজার ভোটার থাকবেন এক একটি ভোটকেন্দ্রে। বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে নিরাপত্তারক্ষী বাদ দিয়ে পাঁচজনের বেশি লোক থাকবে না। রোড শোর ক্ষেত্রে নিরাপত্তাকর্মীদের গাড়ি বাদ দিয়ে প্রতি পাঁচটি গাড়ির পর ফারাক রাখতে হবে। জনসভা করোনাবিধি কঠোরভাবে মেনেই করতে হবে। সেক্ষেচ্রে জেলাশাসক আগেই জায়গা নির্দিষ্ট করে দেবেন। ডোকার বেরোনোর গেট আলাদাভাবে চিহ্নিত করা হবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم