করোনায় স্বাস্থ্যবিমার মেয়াদ বাড়ল নভেম্বর পর্যন্ত

মহামারীর অজুহাতে কোনও কাজ ফেলে রাখা যাবে না। পুজোর আগেই টার্গেট পূরণ করতে হবে। জনপরিষেবায় জোর দিয়ে বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড়ে অনেক ক্ষতি হয়ে গিয়েছে। দেখতে হবে, আর ক্ষতি যেন না হয়’। এদিন পাঁচটি জেলার জেলাশাসক সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের কাজের পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। যারা করোনা মোকাবিলায় সামনের সারিতে লড়াই করছেন, তাঁদের জন্য স্বাস্থ্যবিমার মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, সেপ্টেম্বর পর্যন্ত নয়, এবার করোনার স্বাস্থ্যবিমা জারি থাকবে নভেম্বর মাস পর্যন্ত।

একদিকে করোনা মহামারী, অন্যদিকে আমফানের তাণ্ডব। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারী বৃষ্টি। ফলে রাজ্যের আকাশে দুর্যোগের ঘনঘটা। এসবের জেরে রাজ্যের চাষ আবাদ ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই ঘুরে দাঁড়ানোর জন্য কৃষকদের দিকে সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর। তিনি জানান, কৃষকবন্ধু প্রকল্পে কোনও কৃষকই যেন বাদ না যায়। পাশাপাশি চাষের জমি থেকে দ্রুত জল বের করার জন্য ব্যবস্থা নিতে বলেন জেলাশাসক ও সেচ দফতরের আধিকারিকদের। সেই সঙ্গে আমফানে ক্ষতিগ্রস্থদের টাকা পয়সা সাত দিনের মধ্যেই মিটিয়ে দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, গত ২৩ মার্চ বাংলায় প্রথম করোনা রোগী ধরা পড়ে। করোনার প্রকোপে আগের চেয়ে প্রচুর খরচ বেড়েছে। সেই তুলনায় কমেছে আয়। তবে ভিন্ রাজ্য থেকে কোনও করোনা রোগী এলেও সেটাকেও রাজ্যের হিসেবে ঢুকিয়ে দিতে হবে। দেখতে হবে, তিনি যেন সব রকম চিকিৎসা পান। এখনও পর্যন্ত যাঁরা ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ পাননি, আগামী সাত দিনের মধ্যে তা মিটিয়ে দিতে হবে। পরিযায়ী শ্রমিকরা কাজ পেয়েছেন কিনা, সে ব্যাপারে রিপোর্ট জমা দিতে হবে অবিলম্বে।
অপরদিকে, আগামী ২৯ আগস্ট জঙ্গলমহলের বড় উৎসব করম পুজোর ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আদিবাসী, কুরমি মাহাতো জনজাতির আবেগকে গুরুত্ব দিতে কয়েকদিন আগেই করমপুজোয় ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মঙ্গলবারই তিনি নবান্ন থেকে ওই দিন ‘সেকশনাল হলিডে’ ঘোষণা করে দিলেন। ফলে খুশি রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় NEET ও JEE পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ফের চিঠি দিয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم