বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে


উত্তরবঙ্গ ভারী বর্ষণে ভাসলেও প্রত্যাশিত বৃষ্টি নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ফলে বর্ষার ঘাটতি রয়েছে এই অঞ্চলে। তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন আবহবিদরা। আগস্টের মাঝামাঝি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। এবার আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিল, বুধবার থেকে বঙ্গোপসাগরে এক গভীর নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ কলকাতায়। তবে মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহবিদদের কথায়, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপগুলি ওডিশার দিকে হেলে থাকার জন্য কলকাতা ও দুই ২৪ পরগনায় বৃষ্টি কম হয়েছে। তবে পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত ভালোই হয়েছিল। এবার আগামী ১৯ অগস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ফের একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে। এটির প্রভাবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে দুই মেদিনীপুর ও দুই পরগনা জেলায় বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তিন জেলার বৃষ্টির ঘাটতি নিয়ে উদ্বিগ্ন ছিল কৃষিদফতর। এই নিম্নচাপ সেই ঘাটতি মিটিয়ে দিতে পারে বলেই মনে করছেন আবহবিদরা। যা আমন ধান চাষের পক্ষে সুবিধা হবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم