করোনা মুক্ত অমিত শাহ


১২ দিন পর করোনা নেগেটিভ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শাহ নিজেই জানিয়েছেন, তাঁর করোনা মুক্তির কথা। যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি জানিয়েছেন, আরও কিছুদিন তিনি বাড়িতে বন্দি থাকবেন। ২ আগস্ট তিনি করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছিলেন। তারপর থেকেই ছিলেন গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে। এর আগে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি শাহর রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছিলেন। তারপরই স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতিতে জানায়, তাঁর নতুন কোনও পরীক্ষা হয়নি। এরপরই মনোজ তাঁর পোস্টটি মুথে দেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم