ভারতের স্বাধীনতা দিবসের উৎসবের ছটা ছড়িয়ে পড়ল পৃথিবীর অপরপ্রান্তেও। আমেরিকা ও কানাডা সীমান্তের নায়াগ্রা জলপ্রপাত, নয়নাভিরাম এই জলপ্রপাত সেজে উঠল ভারতীয় ট্রাই-কালারে। প্রতি বছরই কানাডা ও আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা মহা ধুমধামে ভারতের স্বাধীনতা দিবস পালণ করে থাকেন। এবছর তাঁদের খুশি দ্বিগুণ হয়ে গেল। কারণ এই প্রথমবার নায়াগ্রা ফলসের জলে ফুটে উঠল ভারতের পতাকার ‘তিরঙ্গা’ আলো। আলোর খেলায় আরও সুন্দরী হয়ে উঠল নায়াগ্রা। সকালেই নায়াগ্রা ফলসের সামনে ভারতের জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। আর রাতেই এক অন্য চমক দেখলেন বিশ্ববাসী। মায়াবী আলোর খেলায় ত্রিবর্ণ রঞ্জিত পতাকার রঙে রঙিন হয়ে উঠল নায়াগ্রার জলরাশি। কানাডার ভারতীয় দূতাবাসের তরফে এক টুইটে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করা হয়। যা নিমেষে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। আর সাত সমুদ্র তেরো নদীর পারেও ভারতের স্বাধীনতা দিবসের এই সম্মানে উচ্ছ্বসিত নেটিজেনরা।
তবে শুধু নায়াগ্রাই নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তের সৌধ ও উচ্চতর বিল্ডিংয়েও শনিবার ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকার রঙে রঙিন হয়ে উঠেছিল। যেমন আরবের দুবাইয়ের বুর্জ খলিফা। গেরুয়া, সাদা, সবুজ আলোয় মোড়া বিশ্বের উচ্চতম বিল্ডিংয়ের মধ্যভাগে ছিল অশোকচক্রও। দুবাই প্রবাসী ভারতীয়দের তরফে এই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়। মুহুর্তে তা ভাইরাল হয় ইন্টারনেটে। যদিও করোনা আবহে এই বছর ভারতের স্বাধীনতা দিবস সাদামাটাভাবে পালন হল। তবুও মায়াবী আলোয় রঙিন হয়ে উঠল স্বাধীনতা দিবস।And the tri-colour illuminates one of the world’s most iconic destinations. India in all its magnificence at the Niagara Falls. #AatmaNirbharBharat @IndoCanadaArts @_apoorvasri @HCI_Ottawa @DrSJaishankar @PMOIndia @ICCR_Delhi @nadirypatel @IndianDiplomacy @incredibleindia pic.twitter.com/vG7JJo7Fqs— IndiainToronto (@IndiainToronto) August 16, 2020
Vijayi Vishwa Tiranga Pyara...Jhanda Ooncha Rahe Hamara. Live from Burj Khalifa..tallest building on earth #IndependenceDay2020 @MEAIndia @PMOIndia @IndembAbuDhabi @DDNewslive pic.twitter.com/FwKoajMXI8— India in Dubai (@cgidubai) August 15, 2020
إرسال تعليق
Thank You for your important feedback