ধোনির ‘ভয়’

দেড় দশকের বেশি ভারতের জাতীয় ক্রিকেট দলের হয় খেলেছেন অকুতোভয় মহেন্দ্র সিং ধোনি। জুনিয়র ক্রিকেটার থেকে তাঁর সমসাময়িক সতীর্থ, সকলের কাছেই ভরসার পাত্র ছিলেন ধোনি। সকলকেই সাহস জোগাতে তাঁর জুড়ি মেলা ভার। এহেন ধোনি কিনা ভয় কুঁকড়ে যেতেন! জানেন কিসে ভয় ছিল ধোনির? ইনজেকশন, হ্যাঁ ইনজেকশনেই ভয় ধোনির। রাঁচির স্কুল থেকে খড়গপুরের রেল স্টেশন, সেখান থেকে জাতীয় এ দলে সুযোগ। এরপর সিনিয়র টিমের নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে ওঠা থেকে বিশ্বকাপ জয়। সবকিছুই উঠে এসেছে তাঁর বায়োপিক সিনেমায়। কিন্তু আজও বহু তথ্য অজানা থেকে যায় এমএস ধোনির বর্ণময় জীবনের। স্বাধীনতা দিবসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এরপরই প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের স্মৃতি রোমন্থনে উঠে আসছে ধোনির একের পর অজানা কীর্তি।
যেমন, ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরের সময় ইনজেকশন দেওয়া নিয়ে এক মজার ঘটনা জানা গিয়েছে। কী হয়েছিল সেদিন? সেইসময় ‘ইয়েলো ফিভার’ খুব মাথাচাড়া দিয়ে উঠেছিল। ভারতীয় এ দলের দক্ষিণ আফ্রিকা সফরের সময় ইয়েলো ফিভারের টিকা নেওয়া বাধ্যতামূলক ছিল প্রত্যেক ক্রিকেটারের। সেইমতো একে একে সকলেই টিকা নিলেও ধোনি বেপাত্তা। শেষে খোঁজ মিললেও ধোনি জানান কিছুতেই তিনি টিকা নেবেন না। কারণ ইনজেকশন নিতে তাঁর দারুণ ভয়। অবশেষে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাঁকে রাজি করানো গেলেও গোল বাঁধে টিকার ইনজেকশন দেওয়ার সময়। আপাতশান্ত স্বভাবের ধোনি প্রবল চিৎকারে ও শিশুর মতো কান্নায় হাসপাতাল মাথায় তুলেছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم