ঘুসঘুসে জ্বর, কখনও সর্দি, গা হাত পা সহ মাথাব্যথার সঙ্গে খাবারের গন্ধ বা স্বাদ না পাওয়া। কয়েকটা দিন এভাবেই চলে। ওষুধ বলতে প্যারাসিটামল। ব্যাস, ৪/৫ দিনে শরীর ঠিকঠাক। শুধু সামান্য দুর্বলতা এ সমস্তই হল করোনার লক্ষণ। ফলে জনতা ভাবতে শুরু করেছে করোনা এল, আবার চলেও গেল। এটা বাস্তব এই রোগ অনেকেই বহন করছে কিন্তু সেভাবে শারীরিক কোনও সমস্যা হচ্ছে না। এটাই উপসর্গহীন করোনা বলছেন চিকিৎসকরা। ফলে কোভিড রোগীদের মৃত্যুও হচ্ছে। মৃত্যুর পর সামনে আসছে তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা। তবে আশার খবর হল, সমীক্ষা বলছে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হার বাড়ছে। এই কারণেই আমজনতার ধারণা হয়েছে মানুষ এখন হজম করে ফেলেছে করোনাকে। বাস্তব সত্যি হল একমাত্র ভ্যাকসিনই নিশ্চিত সমাধান। তা কবে আসবে সেটাই এখন লাখটাকার প্রশ্ন।
إرسال تعليق
Thank You for your important feedback