জগদ্দলে গুলি করে খুন এক কিশোরকে


জগদ্দলে পাঁচ নম্বর গলিতে থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক কিশোরের। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে আব্দুল ওয়াকার (১৬) মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তার মাথায় গুলি করে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় মহরমের ডঙ্কা বাজাচ্ছিল বাচ্চারা। তখন বাইকে করে আসে পঙ্কজ এবং সাদ্দামের দল। ওই কিশোরদের সাদ্দামরা রাস্তা থেকে সরে যেতে বলে। তারা না সরায় বাইক থেকে নেমে তারা দুই রাউন্ড গুলি চালায়। প্রথমে একটি গুলি আকাশে ছোঁড়ে দুষ্কৃতীরা পরের গুলিটি মাথায় লাগে আব্দুল ওয়াকারের। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে আব্দুল। তখনই তাকে ভাটাপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত বাসিন্দারা জানান, দোষীদের পুলিশ গ্রেফতার না করলে তাঁরা নিজেরাই আইন হাতে তুলে নেবেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم