করোনা আক্রান্ত জেলাশাসকের সংস্পর্শে এসেছিলেন। তাই কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ও তাঁর মন্ত্রিসভার সাতজন সহকর্মী শুক্রবার হোম আইসোলেশনে গেলেন। সরকারিসূত্রের খবর, মালাপ্পুরমের জেলাশাসক কে গোপালকৃষ্ণন ৭ আগস্ট কারিপুর বিমানবন্দরের দুর্ঘটনায় উদ্ধারকাজ তদারকি করেছিলেন। শুক্রবার সেই জেলাশাসক, ডেপুটি জেলাশাসক, পুলিশের এসপি-র আরও ২০ জনের করোনা ধরা পড়েছে। গোপালকৃষ্ণনের অবশ্য লক্ষণহীন সংক্রমণ হয়েছে। বিজয়ন ছাড়া স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা, মন্ত্রী এ সি মইদিন, কে টি জলিল, ই পি জয়রাজন, ভি এস সুনীল কুমার, কাদান্নাপল্লি রামচন্দ্রন, মুখ্যসচিব বিশ্বাস মেহতা, স্পিকার পি শ্রীরামকৃষ্ণন এবং ই চন্দ্রশেখর স্বেচ্ছা গৃহবন্দি হয়েছেন। তাঁরাই ওই জেলাশাসকের বেশি সংস্পর্শে এসেছিলেন। পুলিশের ডিজি লোকনাথ বেহারাও গৃহবন্দি। তাঁরা সকলেই বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন।
করোনা আক্রান্ত জেলাশাসকের সংস্পর্শে এসেছিলেন। তাই কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ও তাঁর মন্ত্রিসভার সাতজন সহকর্মী শুক্রবার হোম আইসোলেশনে গেলেন। সরকারিসূত্রের খবর, মালাপ্পুরমের জেলাশাসক কে গোপালকৃষ্ণন ৭ আগস্ট কারিপুর বিমানবন্দরের দুর্ঘটনায় উদ্ধারকাজ তদারকি করেছিলেন। শুক্রবার সেই জেলাশাসক, ডেপুটি জেলাশাসক, পুলিশের এসপি-র আরও ২০ জনের করোনা ধরা পড়েছে। গোপালকৃষ্ণনের অবশ্য লক্ষণহীন সংক্রমণ হয়েছে। বিজয়ন ছাড়া স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা, মন্ত্রী এ সি মইদিন, কে টি জলিল, ই পি জয়রাজন, ভি এস সুনীল কুমার, কাদান্নাপল্লি রামচন্দ্রন, মুখ্যসচিব বিশ্বাস মেহতা, স্পিকার পি শ্রীরামকৃষ্ণন এবং ই চন্দ্রশেখর স্বেচ্ছা গৃহবন্দি হয়েছেন। তাঁরাই ওই জেলাশাসকের বেশি সংস্পর্শে এসেছিলেন। পুলিশের ডিজি লোকনাথ বেহারাও গৃহবন্দি। তাঁরা সকলেই বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন।
إرسال تعليق
Thank You for your important feedback