করোনা আক্রান্তের সংস্পর্শ, ৭ মন্ত্রীসহ স্বেচ্ছা গৃহবন্দি কেরলের মুখ্যমন্ত্রী


করোনা আক্রান্ত জেলাশাসকের সংস্পর্শে এসেছিলেন। তাই কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ও তাঁর মন্ত্রিসভার সাতজন সহকর্মী শুক্রবার হোম আইসোলেশনে গেলেন। সরকারিসূত্রের খবর, মালাপ্পুরমের জেলাশাসক কে গোপালকৃষ্ণন ৭ আগস্ট কারিপুর বিমানবন্দরের দুর্ঘটনায় উদ্ধারকাজ তদারকি করেছিলেন। শুক্রবার সেই জেলাশাসক, ডেপুটি জেলাশাসক, পুলিশের এসপি-র আরও ২০ জনের করোনা ধরা পড়েছে। গোপালকৃষ্ণনের অবশ্য লক্ষণহীন সংক্রমণ হয়েছে। বিজয়ন ছাড়া স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা, মন্ত্রী এ সি মইদিন, কে টি জলিল, ই পি জয়রাজন, ভি এস সুনীল কুমার, কাদান্নাপল্লি রামচন্দ্রন, মুখ্যসচিব বিশ্বাস মেহতা, স্পিকার পি শ্রীরামকৃষ্ণন এবং ই চন্দ্রশেখর স্বেচ্ছা গৃহবন্দি হয়েছেন। তাঁরাই ওই জেলাশাসকের বেশি সংস্পর্শে এসেছিলেন। পুলিশের ডিজি লোকনাথ বেহারাও গৃহবন্দি। তাঁরা সকলেই বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم