![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIPR2o5BsjXVxTjoETkPKM0I8XWPJNTiY8mGm4r8pIB29IHVcArg6OOkaTH8vYJpbLBEOi6dmHnyMnJDeMAycDBJlBHCOsIepvK9TlPdNw_DAaEnm1a_8g1xgzvYri5gflskc1cTYhJjE/s1600/%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25B0.png)
কলকাতা পুলিশের কর্মী, আধিকারিকদের মধ্যে করোনা আক্রান্তের হার কমার লক্ষণ নেই। এবার করোনা ভাইরাস থাবা বসাল কলকাতা পুলিশের হেড কোয়ার্টার লালবাজারে। সংক্রমিত হলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার এক পুলিশ কর্তা। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে লালবাজার সূত্রে। জানা গিয়েছে, গত তিনদিন ধরে ওই পুলিশ কর্তা অসুস্থ ছিলেন। এরপরই তিনি কোভিড টেস্ট করান। রিপোর্ট পজিটিভ আসলে হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন তিনি। লালবাজার সূত্রে জানা গিয়েছে, তাঁর সংস্পর্শে থাকা প্রত্যেকেরই কোভিড টেস্ট করানো হবে। রাজ্যের স্বাস্থ্যদফতরের একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, কলকাতা পুলিশের প্রায় হাজারের বেশি কর্মী-আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সুস্থতার হারও সন্তোষজনক। যদিও রোজ কোনও না কোনও থানার পুলিশকর্মী করোনায় আক্রান্ত হচ্ছেন। সূত্রের খবর, এই সংক্রমণের হার কমাতে থানার ব্যারাকে পুলিশ কর্মীদের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। কারণ সেখানেই বেশি সংখ্যক কর্মী একসঙ্গে থাকেন। এবার লালবাজারের অন্দরে করোনা সংক্রমণের ঘটনা বাড়ায় কিছুটা উদ্বেগও বেড়েছে।
![](https://s3-ap-south-1.amazonaws.com/ctvn-bucket/uploads/2020/08/13174334/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%A7-300x179.png)
إرسال تعليق
Thank You for your important feedback