করোনা আবহে বেড়াবার কথা ভাবা একপ্রকার অসম্ভব। কিন্তু ভ্ৰমণপিপাসু বাঙালিকে কে বোঝাবে তা? কিন্তু যাব কোথায়? ট্রেন নেই, দূরপাল্লার বাসে যেতেও ভরসা নেই। কাছাকাছি কত জায়গাই তো রয়েছে। তার খবর থাকলেও যাওয়া হয়ে কি? চলুন যাই বসিরহাট। কলকাতার খুব কাছেই। নিজের গাড়ি থাকলে তো কথাই নেই নইলে দুদিনের জন্য গাড়ি ভাড়া করে পরিচ্ছন্ন করে যাওয়া যেতেই পারে বসিরহাটে।
আপনি থাকতে পারেন বসিরহাট শহরে অথবা ইছামতির পারে। হোটেল বা গেস্ট হাউস পাবেন। হোটেলেই তিনবেলার খাবার পাবেন। আজকের দিনে বাইরে খাবার দরকার কি?
যাবেন কোথায়
১| ইচ্ছামতীর পারে চলে যান,ওপারেই বাংলাদেশ|
২| ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক বর্ডার .১৫ কিমি শহর থেকে|
৩| তিতুমীরের বাঁশের কেল্লা, শহর থেকে ৭ কিমি|
৪| বিদ্যাধরী নদী এবং তার পাশে চন্দ্রকেতুগড়|
৫| লোকনাথবাবার আশ্রম কচুয়া, শহর থেকে ১২ কিমি|
৬| পীর গোরাচাঁদের মসজিদ, ১০ কিমি দূরে |
আর শহরটিও খুব সুন্দর, ঘুরে বেড়াতে ভালো লাগবে| চলুন বেরিয়ে আসি।
আপনি থাকতে পারেন বসিরহাট শহরে অথবা ইছামতির পারে। হোটেল বা গেস্ট হাউস পাবেন। হোটেলেই তিনবেলার খাবার পাবেন। আজকের দিনে বাইরে খাবার দরকার কি?
যাবেন কোথায়
১| ইচ্ছামতীর পারে চলে যান,ওপারেই বাংলাদেশ|
২| ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক বর্ডার .১৫ কিমি শহর থেকে|
৩| তিতুমীরের বাঁশের কেল্লা, শহর থেকে ৭ কিমি|
৪| বিদ্যাধরী নদী এবং তার পাশে চন্দ্রকেতুগড়|
৫| লোকনাথবাবার আশ্রম কচুয়া, শহর থেকে ১২ কিমি|
৬| পীর গোরাচাঁদের মসজিদ, ১০ কিমি দূরে |
আর শহরটিও খুব সুন্দর, ঘুরে বেড়াতে ভালো লাগবে| চলুন বেরিয়ে আসি।
إرسال تعليق
Thank You for your important feedback