কর্নেল দীপ্তাংশু চৌধুরী, কার্গিল যুদ্ধের অন্যতম মুখ। অবসরের পর যোগ দেন তৃণমূল কংগ্রেসে। দায়িত্ব পান দলের সোশাল নেটওয়ার্ক দেখার। কিন্তু বাতিল হয়েও যান দ্রুত। এরপর দায়িত্ব আসে দুর্গাপুর অঞ্চল দেখার। তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুর পর তাঁকে দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন কর্পোরেশন বা SBSTC-র চেয়ারম্যান করা হয়। কড়া ধাতের মানুষ কর্নেল চৌধুরী, দায়িত্ব পেয়েই বোঝেন এই করোনা আবহে অনেক সতর্ক হতে হবে। CN ওয়েব পোর্টালকে তিনি জানান, পাঁচটি ধাপে তিনি পরিবহনের মাধ্যম অর্থাৎ বাসগুলি পরিচ্ছন্ন ও সংক্রমন মুক্ত করার প্রয়াস নিয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনীতে যেভাবে কাজ হয় সেইভাবেই চেষ্টা করছেন তিনি। করোনা আবহে বাসগুলি যাতে সংক্রমণ মুক্ত করা যায় তার ওপর জোর দিয়েছেন কর্নেল চৌধূরী।
পিপিই পড়ে কর্তব্যরত কর্মীরা
প্রথমত বাসগুলিকে প্রবল বেগের জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। তারপর ধাপে ধাপে শুষে নেবার যন্ত্র দিয়ে ভিতরের ময়লা টেনে নেওয়া হচ্ছে। এরপর জীবানুনাশক স্প্রে দিয়ে সম্পূর্ণ সংক্রমণমুক্ত করা হচ্ছে। সামনে পিছনের কাঁচ পরিষ্কার করা, ড্রাইভার কন্ডাক্টরদের প্রতিদিন শরীর পরীক্ষা ইত্যাদিও চলছে সমান তালে। এই ব্যবস্থায় খুশি নিত্যযাত্রীরাও। খুশি দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের কর্মী-আধিকারিকরাও। এই করোনা কালে বাস সংক্রমণ মুক্ত রাখা গেলে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভবনা কমে যায়। সচল থাকে পরিষেবা। আর আমজনতার প্রশ্ন, এই দায়িত্ববোধ যদি সকলের থাকত?
إرسال تعليق
Thank You for your important feedback