চিরকালই ক্লাব ফুটবলের সম্পদ লিওনেল মেসি|দেশের হয়ে বিশেষ করে বিশ্বকাপে তাঁর ভূমিকা খুব উজ্জ্বল না। আসলে লাতিন আমেরিকার ফুটবলাররা গত ১৫/১৬ বছর ধরে ইউরোপীয় ফুটবল চুটিয়ে খেলেছেন। নিজেদের দরও বাড়িয়ে নিয়েছেন তাঁরা। কাজেই দেশের হয়ে খেলার সময়ে সেরারা সেরা খেলাটা লুকিয়ে রাখেন। ২০২০ এর পর ল্যাটিন আমেরিকার কোনো দেশ বিশ্বকাপ জিততে পারেনি। ব্যাতিক্রম হতে পারেননি মেসিও। কিন্তু সম্প্রতি ইউরোপ ক্লাব চ্যাম্পিয়নশিপের কোয়াটার ফাইনালে মেসির দল বার্সিলোনা জঘন্য ভাবে হেরেছে বায়ার্ন মিউনিখেরর কাছে। মেসিকে মাঠে অতিথি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। তারপর শুরু হয়েছে চাপান উতোর। বর্তমানে নতুন কোচ রোনাল্ড কমান দলের দায়িত্ব নিয়েই ছেঁটে ফেলেছেন মেসির প্রিয় খেলোয়াড়দের। কাজেই ক্ষুব্ধ মেসি। তিনি আর থাকতে চাইছেন না বার্সেলোনায়। কিন্তু পাশাপাশি এটাও সত্যি ফুটবল মাঠে মেসির দুই দশক কেটে গেছে, ধার ও ভার দুই কমেছে। তাই সাধু সাবধান।
চিরকালই ক্লাব ফুটবলের সম্পদ লিওনেল মেসি|দেশের হয়ে বিশেষ করে বিশ্বকাপে তাঁর ভূমিকা খুব উজ্জ্বল না। আসলে লাতিন আমেরিকার ফুটবলাররা গত ১৫/১৬ বছর ধরে ইউরোপীয় ফুটবল চুটিয়ে খেলেছেন। নিজেদের দরও বাড়িয়ে নিয়েছেন তাঁরা। কাজেই দেশের হয়ে খেলার সময়ে সেরারা সেরা খেলাটা লুকিয়ে রাখেন। ২০২০ এর পর ল্যাটিন আমেরিকার কোনো দেশ বিশ্বকাপ জিততে পারেনি। ব্যাতিক্রম হতে পারেননি মেসিও। কিন্তু সম্প্রতি ইউরোপ ক্লাব চ্যাম্পিয়নশিপের কোয়াটার ফাইনালে মেসির দল বার্সিলোনা জঘন্য ভাবে হেরেছে বায়ার্ন মিউনিখেরর কাছে। মেসিকে মাঠে অতিথি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। তারপর শুরু হয়েছে চাপান উতোর। বর্তমানে নতুন কোচ রোনাল্ড কমান দলের দায়িত্ব নিয়েই ছেঁটে ফেলেছেন মেসির প্রিয় খেলোয়াড়দের। কাজেই ক্ষুব্ধ মেসি। তিনি আর থাকতে চাইছেন না বার্সেলোনায়। কিন্তু পাশাপাশি এটাও সত্যি ফুটবল মাঠে মেসির দুই দশক কেটে গেছে, ধার ও ভার দুই কমেছে। তাই সাধু সাবধান।
إرسال تعليق
Thank You for your important feedback