লিও মেসি, আর্জেন্টিনার ফুটবলার হলেও দীর্ঘদিন স্পেনের বাসিন্দা। দুই দেশের ভাষা এক হওয়া কারণে মেসি কোনদিন নিজের দেশকে মিস করেননি। কিন্তু এবার নিজের দ্বিতীয় বাড়ি স্পেনের বার্সেলোনা ছাড়তে মনস্থির করেই ফেলেছেন। বার্সেলোনা ছাড়ার কথা তিনি বুধবারই জানিয়েছিলেন। মেসির আবেদন ছিল তাকে এখন “ফ্রি প্লেয়ার” হিসেবে ছেড়ে দেওয়া হোক। তাঁকে ছেড়ে দেওয়ার খবর প্রকাশ পাওয়ার পরই প্রতিবাদের ঝড় ওঠে বার্সেলোনায়।
পদত্যাগ করেন বার্সেলোনার ফুটবল সভাপতি। কিন্তু মেসি আর ফিরতে নারাজ এই ক্লাবে। ইতিমধ্যেই তাঁকে দলে টানতে ঝাঁপিয়েছে প্যারিস সাঁ জাঁ বা পি এস জি, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি। কোন দলে যোগ দিতে চাইছেন লিও মেসি? এই জল্পনার অবসান করলেন মেসির বাবা সয়ং। শেষ পর্যন্ত মেসির বাবা জানান তাঁর ছেলে ম্যান সিটিতেই খেলবেন। ওই ক্লাবের দায়িত্বে আছেন বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গুয়ার্দিওলা। যাঁর সঙ্গে মেসির সম্পর্ক যে মধুর সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই মেসির ইচ্ছা পুরোনো গুরুর কোচিংয়েই খেলতে চান তিনি। এখন সবটাই নির্ভর করছে বার্সেলোনার ওপর।
إرسال تعليق
Thank You for your important feedback