অশান্ত শান্তিনিকেতন, পৌষ মেলার মাঠের নির্মীয়মান পাঁচিল গুঁড়িয়ে দিলেন স্থানীয়রা



পৌষমেলার মাঠে পাঁচিল তোলার কাজ শুরু করেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু কবিগুরুর বিশ্বভারতীতে কেন পাঁচিল উঠবে? এই প্রশ্ন তুলে আন্দোলন শুরু করে শান্তিনিকেতন বাঁচাও কমিটি এবং গণতান্ত্রিক অধিকাররক্ষা সমিতি। মূলত শান্তিনিকেতনের ব্যবসায়ীরাই আপত্তি তোলেন। এই নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন চলছিল বিশ্বভারতী ও ব্যাবসায়ীদের মধ্যে। রবিবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উদ্যোগে শুরু হয় পাঁচিল তোলার কাজ। কাজ তদারকি করার জন্য মেলার মাঠে ত্রিপল দিয়ে অস্থায়ী ক্যাম্প করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।

সোমবার সকালেই হাজার হাজার মানুষ জমায়েত হয় শান্তিনিকেতনের পৌষমেলার মাঠে। এরপরই তুলকালাম কাণ্ড ঘটে শান্তিনিকেতনে। আন্দোলনকারীরা একটি জেসিবি মেশিন নিয়ে এসে ভেঙে গুঁড়িয়ে দেন মেলার মাঠের কংক্রিটের প্রবেশদ্বার। পাশাপাশি সদ্য তোলা পাঁচিলের অংশও ভেঙে দিয়েছেন আন্দোলনকারীরা। এই নিয়ে ধুন্ধুমার বেঁধে যায় শান্তিনিকেতনে। করোনা বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেখানে জড়ো হয়ে যায় কয়েক হাজার মানুষ। এই উত্তেজনার পরিস্থিতিতে দেখা মেলেনি বিশ্ববিদ্যালয়ের কাউকেই। এমনকি পুলিশও ছিল না সেভাবে। ফলে অবাধে আন্দোলনকারীরা ভাঙচুর চালান অস্থায়ী ক্যাম্পে। ভেঙে দেওয়া হয়েছে মেলার মাঠের কংক্রিটের প্রবেশদ্বার।

অভিযোগ উঠেছে, এই গোলমালের সুযোগে লুঠপাটও চালিয়েছে কিছু দুষ্কৃতী। যদিও আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুশৃঙ্খলভাবেই এদিন নির্মীয়মান পাঁচিল ভাঙা হয়েছে। বিশ্বভারতীর ঐতিহ্য বজায় রাখার জন্যই এদিনের প্রতিরোধ বলেও দাবি করেন আন্দোলনকারীরা। ভাঙচুর প্রসঙ্গে তাঁদের সাফাই, বিশ্বভারতী চত্বর যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দিতেই কংক্রিটের কাঠামো ভাঙা হয়েছে। এক আন্দোলনকারীর দাবি, বিশ্বভারতীর উপাচার্য এখানকার পরিবেশ নষ্ট করে কংক্রিটের জঙ্গল তৈরি করতে চাইছেন। আমরা এরই প্রতিবাদ করেছি মাত্র। তবে তাঁরা লুঠপাটের ঘটনা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। অপরদিকে, বিশ্বভারতীর মতো ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে এই ধরনের ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আন্দোলনের মানে এইভাবে ভাঙচুরকে নিন্দা করেছেন শিক্ষাবিদদের একাংশ। পুরো ঘটনায় পুলিশ-প্রশাসনের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি এখনও।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم