৭, ১১, ১২ সেপ্টেম্বর পুরো লকডাউন, মেট্রোয় আপত্তি নেই রাজ্যের


২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল রাজ্যে লকডাউনের মেয়াদ। তবে শহরতলির ট্রেন এবং মেট্রো চলাচল চালু করতে চাইলে রাজ্যের কোনও আপত্তি নেই বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ সেপ্টেম্বর, ১১ সেপ্টেম্বর এবং ১২ সেপ্টেম্বর সম্পূর্ণ লকডাউন হবে। স্কুল কলেজ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে। ২০ সেপ্টেম্বরের পর ফের বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গেই তিনি জানান, করোনা সংক্রান্ত বিধি এবং সামাজিক দূরত্ব মেনে যদি কলকাতা এবং সংলগ্ন এলাকায় মেট্রো এবং শহরতলির ট্রেন চালানো হলে রাজ্যের কোনও আপত্তি নেই। তবে তা ধাপে ধাপে চালাতে হবে। ৬টি শহর থেকে বিমান চলাচলে নিষেধাজ্ঞাও এবার শিথিল করা হচ্ছে। দিল্লি, মুম্বই, সুরাত, পুনে সহ ৬টি শহর থেকে রাজ্যে বিমান চলাচল এতদিন নিষিদ্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে এখন থেকে সপ্তাহে তিনদিন বিমান চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم