প্রথম বন্যার ধাক্কাই সামলাতে পারল না সদ্য তৈরি হওয়া এক সেতু। উদ্বোধনের আগেই রবিবার সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ঘটনাটি মধ্যপ্রদেশের সিওনি জেলায়। মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সিওনি জেলাতেও জল বাড়ছে হুহু করে। ফলে প্রথম বন্যাতেই তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি ভেঙে পড়ে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ওয়েইনগঙ্গা নদীর ওপর এই সেতুটি নির্মিত হয়েছিল।
একদিকে বাখাসপুর হারদউলি অন্যদিকে সুনাওয়াকাকে যুক্ত করেছিল এই নবনির্মিত সেতুটি। জুলাই মাসেই সেতুটির নির্মান কাজ শেষ হয়েছিল। কিন্তু বন্যা পরিস্থিতির জন্য উদ্বোধন করা সম্ভব হয়নি। এরমধ্যেই রবিবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। আর সেতু ভাঙার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ফলে মুখ পুড়ল মধ্যপ্রদেশ সরকারের। তবে কেন ও কোন পরিস্থিতিতে সেতুটি ভাঙল সেটা জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়েছে মধ্যপ্রদেশ সরকার। কারোর গাফিলতি প্রমাণ হলেই উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করা হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। উল্লেখ্য, ওয়েইনগঙ্গা নদীর জলস্তরের উচ্চতা এখন বিপদসীমার ওপর। গত শনি ও রবিবারে বাঁধের গেট খুলে দেওয়ায় নদীর জলস্তর আচমকা বেড়ে যায়। সেই চাপ নবনির্মিত সেতুটি সহ্য করতে পারেনি।
إرسال تعليق
Thank You for your important feedback