করোনায় আক্রান্ত রামমন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল


এবার করোনায় আক্রান্ত রামমন্দির ট্রাস্টের প্রধান মোহন্ত নিত্যগোপাল দাস। তাঁর করোনায় সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মথুরা জেলাপ্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ৫ আগস্ট রামমন্দিরের ভূমিপূজনের মঞ্চে প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও। মঞ্চে ছিলেন আদিত্যনাথ ছাড়াও আরএসএস প্রধান মোহন ভাগবত, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। জানা গিয়েছে, কৃষ্ণ জন্মাষ্ঠমীর জন্য নিত্যগোপাল মথুরা গিয়েছিলেন। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাঁর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم