মেল হল ফিমেল, করোনা নেগেটিভ হল পজিটিভ

করোনা নিয়ে কি সরকারি হাসপাতাল ছেলেখেলা করছে? প্রশ্ন উঠছে বারবার। বারাসাত কাজিপাড়া সূবর্ণপত্তন ডি ব্লকের  এক ব্যক্তি গত শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।  ১২ আগস্ট বারাসত হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করোনা পরীক্ষা করান। হাসপাতাল টিকিটে ভুল করে মেলকে ফিমেল লেখা হয় ও নাম ভুল লেখা হয় বলে অভিযোগ। ১৩ তারিখে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বলে জানানো হয়। কর্তব্যরত ডাক্তার নির্দ্বিধায় ফিমেল টিকিট লেখা মেল রোগীর চিকিৎসা করে ওষুধ লিখে বাড়িতে পাঠিয়ে দেন। পরিবারের দাবি, ১৪ তারিখ রাতে স্বাস্থ্যভবন থেকে তাঁদের ফোনে জানানো হয় রোগী করোনা পজিটিভ। পরিবারের সঙ্গে কথা বলে রোগীর অবস্থা জেনে তাঁকে এবং পরিবারের সকলকেই ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়। মঙ্গলবার রাতে বারাসত হাসপাতাল থেকে ভুল স্বীকার করে বলা হয় ওই ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন এবং তিনি যেন  হাসপাতালে ভর্তি হন। করোনা নেগেটিভ রিপোর্ট হওয়ায় ইতিমধ্যে তাঁর পরিবার একাধিক মানুষের সঙ্গে  মেলামেশা করেছেন। হাসপাতাল কর্মীর ভুলের জন্য কত লোক এই মারণ রোগ বহন করছে কেউ জানে নাষ পাশাপাশি স্বাস্থ্যভবন থেকে বা জেলা স্বাস্থ্যদফতর থেকে স্থানীয় প্রাক্তন কাউন্সিলরকেও এ বিষয় কিছু জানানো হয়নি। এরইমধ্যে ওই করোনা আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা অবনতি হচ্ছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। পজিটিভ জানানোর পরেও কেন হাসপাতালে ভর্তির কোনও ব্যবস্থা করা হল না স্বাস্থ্যদফতরের পক্ষ থেকে তা নিয়ে উঠছে প্রশ্ন ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم