প্রসূন গুপ্ত
আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্টা দিবস, প্রতিবছরের মতোই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে গান্ধিমূর্তির পাদদেশে নয়, দিলেন ভার্চুয়াল ভাষণ। গত লোকসভা নির্বাচনে বিজেপির ১৮টি আসনের মধ্যে ১০টি আসনই ছিল সাবেক উদ্বাস্তু অঞ্চল। বিজেপি এই আসনগুলিতে এলাকার ভোটারদের বুঝিয়েছিল এদেশে আসা ওপার বাংলার উদ্বাস্তুরা অবহেলিত, একমাত্র তারাই পারে ওপর বাংলা থেকে আগত মানুষদের সহযোগিতা করতে। এলাকার মানুষ বিজেপিকে ঢেলে ভোট ও দিয়েছিল। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন এক মারাত্মক সেন্টিমেন্ট। আসন্ন বিধানসভা নির্বাচনে ১০টি লোকসভা থেকে অন্তত ৬৫ থেকে ৭০টি আসন বিজেপি ফের দখল করতে পারে। এই কারণে তৃণমূল দল সিপিএমের প্রাক্তন অভিজ্ঞ সংগঠক ঋতব্রত বন্দোপাধ্যায়কে উত্তরবঙ্গের কিছু জায়গায় পাঠিয়েছিল। ঋতব্রত হয়তো তাঁর দলকে মূল সমস্যাগুলো তুলে ধরতে পেরেছেন যা এতদিন তৃণমূলের বড় নেতারা পারেনি। আজ তাই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রীর মুখে উঠে এসেছে উদ্বাস্তুদের কথা। তিনি বলেছেন, তাদের পাশে তিনি এবং তাঁর দল আছে। তাদের সমস্ত সমস্যারই সমাধান ও তিনি দিয়েছেন। এবার দেখার বিষয় ,তার এই প্রতিশ্রুতিতে উদ্বাস্তুদের আচমকা ফিরে আসা তিক্ত মনোভাব বদলায় কিনা উত্তর পাওয়া যাবে ২০২১ এর বিধানসভা নির্বাচনে।
আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্টা দিবস, প্রতিবছরের মতোই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে গান্ধিমূর্তির পাদদেশে নয়, দিলেন ভার্চুয়াল ভাষণ। গত লোকসভা নির্বাচনে বিজেপির ১৮টি আসনের মধ্যে ১০টি আসনই ছিল সাবেক উদ্বাস্তু অঞ্চল। বিজেপি এই আসনগুলিতে এলাকার ভোটারদের বুঝিয়েছিল এদেশে আসা ওপার বাংলার উদ্বাস্তুরা অবহেলিত, একমাত্র তারাই পারে ওপর বাংলা থেকে আগত মানুষদের সহযোগিতা করতে। এলাকার মানুষ বিজেপিকে ঢেলে ভোট ও দিয়েছিল। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন এক মারাত্মক সেন্টিমেন্ট। আসন্ন বিধানসভা নির্বাচনে ১০টি লোকসভা থেকে অন্তত ৬৫ থেকে ৭০টি আসন বিজেপি ফের দখল করতে পারে। এই কারণে তৃণমূল দল সিপিএমের প্রাক্তন অভিজ্ঞ সংগঠক ঋতব্রত বন্দোপাধ্যায়কে উত্তরবঙ্গের কিছু জায়গায় পাঠিয়েছিল। ঋতব্রত হয়তো তাঁর দলকে মূল সমস্যাগুলো তুলে ধরতে পেরেছেন যা এতদিন তৃণমূলের বড় নেতারা পারেনি। আজ তাই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রীর মুখে উঠে এসেছে উদ্বাস্তুদের কথা। তিনি বলেছেন, তাদের পাশে তিনি এবং তাঁর দল আছে। তাদের সমস্ত সমস্যারই সমাধান ও তিনি দিয়েছেন। এবার দেখার বিষয় ,তার এই প্রতিশ্রুতিতে উদ্বাস্তুদের আচমকা ফিরে আসা তিক্ত মনোভাব বদলায় কিনা উত্তর পাওয়া যাবে ২০২১ এর বিধানসভা নির্বাচনে।
إرسال تعليق
Thank You for your important feedback