নিম্নচাপের জেরে আরও বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তাই বিভিন্ন জেলার প্রশাসনকে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জেলাগুলি বন্যাপ্রবণ সেই জেলাগুলি ঘুরে অবস্থা বুঝে বন্দোবস্ত করতে হবে। সোমবার দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি নিয়ে বৈঠক হয়েছে নবান্ন সভাঘরে। তিনি সেই বৈঠকে বলেন, সব রাজ্যে বন্যার সমস্যা নেই।
পশ্চিমবঙ্গে আছে। তাই ডিভিসি জল ছাড়লে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। ঝা়ড়খণ্ড থেকে জল ছাড়া হলে কী করতে হবে, এদিন সেই প্রসঙ্গও তুলে ধরেন তিনি। বলেও রাজ্যের রাস্তার পরিস্থিতি নিয়েও উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বাঁধ মেরামতির পরেও তা ভাঙছে কেন, বৈঠকে সেই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর প্রশ্ন, তা হলে কি তাড়াহুড়ো করতে গিয়ে গুরুত্ব দেওয়া হয়নি?
তাঁর নির্দেশ, যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে হবে। পাশাপাশি, নতুন যে তালিকা তৈরি হয়েছে, সেই অনুযায়ী ত্রাণ দিতেও নির্দেশ দিয়েছেন তিনি। সবুজসাথী প্রকল্পে পড়ুয়াদের সাইকেল বিলির সূত্রেই রাজ্যে সাইকেলের কারখানা তৈরির কথা ভাবছেন তিনি। যেসব সংস্থা বাংলায় কারখানা তৈরি করতে চায়, তাদেরই সাইকেল তৈরির বরাত দেওয়া হবে বলেও জানান তিনি।
إرسال تعليق
Thank You for your important feedback