করোনা আবহে মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক। ফলে কেউ কেউ মোটা অঙ্কের জরিমানার ভয়ে বাধ্য হয়ে মুখে মাস্ক পড়ছেন। আবার কেউ করোনার হাত থেকে বাঁচতে নিজে থেকেই মুখে মাস্ক পড়ে ঘুরছেন। এই সুযোগে নানান বৈচিত্রপূর্ণ ফেসমাস্কে বাজার ছেয়ে গিয়েছে। এককথায় বর্তমান করোনা কালে ফেসমাস্ক মানুষের জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই আবহে ব্যবসায়ীরা নিত্য নতুন ফেসমাস্ক বাজারে নিয়ে আসছেন। পোশাকের সঙ্গে তাল মিলিয়ে মাস্ক পড়ছেন অনেকে। কেউ আবার সোনা, হিরে, মনিমুক্ত বসানো ফেসমাস্কও বাজারে চলে এসেছে। এক্ষেত্রে যেমন গুড় তেমন মিস্টি নীতিতে বাজারে মাস্ক কিনছেন ক্রেতারা। তবে সকলকে ছাপিয়ে গেলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি নিজের ফেস প্রিন্টেড মাস্ক পড়ে তাঁক লাগিয়ে দিলেন সকলকে। কী এই ফেস প্রিন্টেড মাস্ক? মুখের যে অংশটি মাস্কের জন্য ঢাকা পড়ে যায়, সেই অংশটির ছবি কম্পিউটারের কারিকুরিতে ছাপা হয়ে যাচ্ছে মাস্কে। আর সেটা পড়লে আপনাকে চিনে নিতে আর কোনও অসুবিধা হবেনা। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এই বিশেষ ফেস প্রিন্টেড মাস্ক পড়ে সোশাল মিডিয়ায় ভাইরাল হলেন। সংবাদসংস্থা এএনআই-এর ন্যাশনাল ব্যুরো চিফ তাঁর এই অদ্ভুত মাস্কের কয়েকটি ছবি টুইট করেন। ছবিগুলি শেয়ার হতেই হাসির রোল ওঠে সোশাল মিডিয়ায়। কেউ কেউ মন্ত্রীর এহেন অবতারকে তারিফ করেন। কেউ আবার বলেন মর্যাদাহানিকর বলেও কটাক্ষ করেছেন। তবে বেশিরভাগই এই মাস্ককে বলেছেন ‘মাস্ক অফ দ্য ইয়ার’। তবে যে যাই বলুক, মন্ত্রী নরোত্তম মিশ্র অবশ্য অম্লান বদনেই ঘুরছেন এই মুখ দেখানো মাস্ক পড়ে।
मध्य प्रदेश के मंत्री @drnarottammisra का ग़ज़ब experiment pic.twitter.com/320rE0hQoe— Naveen Kapoor ANI (@IamNaveenKapoor) August 10, 2020
إرسال تعليق
Thank You for your important feedback