বুধবার সকালেই মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দুর্গাপুরের মাটি। এদিন সকাল ৭টা ৫৫ মিনিট নাগাদ শিল্পশহর দূর্গাপুর ও আশেপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভব করেন এলাকাবাসী। ঘরবাড়ি কেঁপে ওঠায় অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন আতঙ্কে। জাতীয় কম্পন কেন্দ্র জানিয়েছ, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.১। দুর্গাপুরের ১১০ কিমি দূরে ছিল এর কেন্দ্রস্থল। মাটির ১০ কিমি গভীরে কম্পনের উপকেন্দ্র। উল্লেখ্য, গত মাস থেকেই দফায় দফায় ভূমিকম্প হচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে। সোমবার রাতেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল অরুনাচল প্রদেশের আনজাও এলাকা। গত শুক্রবার কেঁপে ছিল ঝাড়খণ্ডের মাটি। ফলে আবহবিদরা চিন্তায় রয়েছেন ঘনঘন এত ভূমিকম্পের কারণ নিয়ে।
Earthquake of Magnitude:4.1, Occurred on 26-08-2020, 07:54:02 IST, Lat: 23.79 & Long: 88.36, Depth: 10 Km ,Location: 110km ENE of Durgapur, West Bengal, Indiafor more information https://t.co/r5wyQMQ2gf pic.twitter.com/RpTsM4foxE— National Centre for Seismology (@NCS_Earthquake) August 26, 2020
إرسال تعليق
Thank You for your important feedback