‘ম্যাঁ পল দো পল কা সায়ের হুঁ’ গানেই জাতীয় দলে ইতি টানলেন ধোনি


২০২০ সাল, করোনা অতিমারী, লকডাউন, আমফান, নিসর্গ ঘূর্ণিঝড় একের পর এক দুর্যোগে নাজেহাল বিশ্ববাসী। এই করোনা কালে ক্রিকেট-ফুটবল সহ গোটা বিশ্বেই বন্ধ ছিল সমস্ত খেলাধুলা। যদিও করোনা ভীতি কাটিয়ে আন্তর্জাতিক খেলাধুলার আসর সবে বসছে। এরমধ্যেই আচমকা জাতীয় দল থেকে অবসর ঘোষণা করে দিলেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর অবসরের জন্য বেছে নিলেন দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের দিনটিই। জাতীয় দলে যতদিন খেলেছেন ততদিনই তাঁরা রাজকীয় ভঙ্গি নিয়ে আলাপ-আলোচনা কম হয়নি। অবসরও নিলেন সেই রাজকীয় ভঙ্গিমায়। সোশাল মিডিয়ায় ৪ মিনিটের একটি ভিডিও আপলোড করে জানিয়ে দিলেন ‘আলবিদা’। তবে জাতীয় দল থেকে অবসর নিলেও তিনি খেলবেন আইপিএল। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ধোনির অসংখ্য অনুরাগীদের মন খারাপ করে নিজের কেরিয়ারের বিভিন্ন স্মরনীয় মুহূর্তের ভিডিও কোলাজ শেয়ার করে ‘এমএস’ জানিয়ে দিলেন ‘ধন্যবাদ। ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ৭টা বেজে ২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত মনে করুন’। এরপরেই শেষ হল ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় অধ্যায়ের। ওই চার মিনিটের ভিডিও কোলাজে কখনও সচিন, কখনও সৌরভ, কখনও যুবরাজ, কোহলি, গম্ভীরের সঙ্গে ছবি। এছাড়া কেরিয়ারের শুরুতে তাঁর বিখ্যাত লম্বা ঝুলের চুলের ছবি। আবার ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ের মুহূর্ত, বা ২০১১ সালের বিশ্বকাপ জয়, সবই রয়েছে ধোনির শেয়ার করা ভিডিওতে।
দীর্ঘদিন ধরেই ধোনির অবসর নিয়ে জল্পনা-কল্পনা চলছিল আন্তর্জাতিক ক্রিকেট মহলে। ২০১৯ সালের ৯ জুলাই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি ধোনি। এমনকি ক্রিকেট থেকে বহু দূরেই ছিলেন তিনি। ফলে জাতীয় দলে ফেরা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। আন্তর্জাতিক ক্রিকেটে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন ভারতকে দুবার বিশ্বকাপ এনে দেওয়া ক্যাপ্টেন ধোনি। ৯০ টেস্ট খেলে করেছেন ৪,৮৭৬ রান। ৩৫০টি ওয়ান-ডে ম্যাচে তাঁর রান ১০ হাজার ৭৭৩। দেশের হয়ে ৯৮টি টি-২০ ম্যাচ খেলে ধোনির সংগ্রহ ১,৬১৭ রান। যদিও ফিনিসার হিসেবে তাঁর সুনাম থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ফিনিস ভালো হলনা। রীতিমতো বিতর্ককে সঙ্গী করেই সরে দাঁড়াতে হল এমএস ধোনিকে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم