মুকুলকে নিয়ে কী অতি সক্রিয় কুনাল? দ্বৈরথ অব্যহত


২১-শে জুলাইয়ের ভার্চুয়াল সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপিতে ভুল করে চলে যাওয়া নেতা-নেত্রীরা চাইলেই তৃণমূলে ফিরে আসতে পারেন। এরপরেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ও পুরোনো দলে ফিরতে পারেন বলে জল্পনা-কল্পনা ছড়ায় রাজ্য রাজনীতির অলিন্দে। যদিও দিল্লি থেকে ফিরে মুকুল রায় পরিস্কার জানিয়ে দিয়েছিলেন, তিনি বিজেপিতে ছিলেন, আছেন ও আগামী দিনেও থাকবেন। এরপর এই জল্পনাতে আরও ইন্ধন জুগিয়েছেন শাসকদলে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র কুনাল ঘোষ। তিনি দাবি করেন, ‘মুকুলবাবু নিজের নাতনির মাথায় হাত দিয়ে বলুন না, তিনি তৃণমূলে ফিরতে আগ্রহ দেখাননি? বলুন না যে তিনি এ নিয়ে তৃণমূলের সঙ্গে কোথাও আলোচনায় বসেননি?’

ফাইল চিত্র
কুনাল ঘোষের কথায় অবশ্য কটাক্ষপূর্ণ জবাবই দিয়েছিলেন মুকুল রায়। তিনি ঠোঁটের কোনে হাসি রেখেই জবাব দিয়েছিলেন, ‘তৃণমূলের মুখপাত্রের কথার কী জবাব দেব? এই বিষয়ে যা বলার সেটাতো সাংবাদিক সম্মেলন করেই বলে দিয়েছি। আমার আর নতুন করে কিছু বলার নেই’। রবিবারও তিনি এই প্রশ্নের একই উত্তর দিয়েছেন। এদিন মুকুল রায় বলেন, তাঁর বিজেপি ছাড়ার কোনও প্রশ্নই নেই। এই দলে ১০০ শাতংশই সন্তুষ্ট তিনি। এমনকি বিজেপিতে যথেষ্ট সম্মানও পাচ্ছেন বলে জানিয়ে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়। কুনালের নাম না নিয়েই মুকুল রায়ের মন্তব্য, সবই গুজব। একশ্রেণী রাজনৈতিক ফায়দা তুলতে এসব রটাচ্ছে। অপরদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডাকে এই মুহুর্তে দিল্লিতে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

ফাইল চিত্র
তিনিও মুকুল রায় প্রসঙ্গে দিল্লি থেকে বলেছেন, মুকুলদাকে নিয়ে অপপ্রচার করছেন কেউ কেউ। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করতে চাইছেন কেউ। এই আবহেই রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন তুলছেন, কুনাল ঘোষের অতি সক্রিয়তা নিয়ে। তাঁদের বক্তব্য, সত্যিই যদি মুকুল রায় তৃণমূলে ফিরতে আগ্রহী হয়ে থাকেন তবে সেটা তিনি সাংবাদিক বৈঠক করেই জানাবেন। প্রশ্নটা এখানেই, বিষয়টি যদি নিতান্তই গোপনীয় হয়ে থাকেন তবে সেটাকে প্রকাশ্যে আনলেন কেন কুনাল ঘোষ? এটা কী শাসকদলের বক্তব্য, নাকি ‘মুখপাত্র’ কুনালের নিজের বক্তব্য? ফলে দায়িত্ব পেয়েই তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ অতি সক্রিয় হয়েই মুকুলকে নিয়ে জল্পনায় ঘি ঢাললেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم