আইপিএলের আটটি ফ্র্যাঞ্চাইজিই এখন অপেক্ষা করছে টুর্নামেন্টের খেলার চূড়ান্ত তালিকার জন্য। তবে তার আগে গোলমালের সম্ভাবনা ষোলো আনা। চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে করোনা সংক্রমণ নিয়ে চলছে তোলপাড়। তবে এখনও বিসিসিআই কিংবা আইপিএলের তরফে কিছুই জানানো হয়নি। দেশ থেকে আবুধাবি আর দুবাইয়ে পৌঁছনোর পর অন্ধকারে ফ্র্যাঞ্চাইজিরাও। আগ শোনা গিয়েছিল, ১৯ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস খেলবে মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে। এখন চেন্নাই শিবিরে করোনার ধাক্কায় তা একপ্রকার অসম্ভব। মনে করা হচ্ছে, উদ্বোধনী ম্যাচে মাঠে নামানো হবে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। কারণ উদ্বোধনী ম্যাচে তারকা ক্রিকেটার চাই। মহেন্দ্র সিং ধোনি না হলে তাঁর জায়গায় দেখা যেতে পারে বিরাট কোহলিকে। এর পাশাপাশি, আমিরশাহিতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে টিমগুলিকেও। কোথাও মাঠে প্র্যাকটিসের সময় আলো নিভে যাচ্ছে, কোথাও মেলেনি ট্র্যাকিংয়ের জিনিসপত্র। কখনও আবার আবুধাবি আর দুবাইয়ের মধ্যে যাতায়াতের সমস্যায় নাজেহাল টিমগুলি। সবমিলিয়ে চুরান্ত বিশৃঙ্খলা চলছে এবারের আইপিএল নিয়ে।
إرسال تعليق
Thank You for your important feedback