ফের রাজনৈতিক হিংসার বলি ১। হুগলির খানাকুলের নতিবপুরে খুন বিজেপির এক কর্মী। তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, জাতীয় পতাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। তার জেরেই খুন। মৃত বিজেপি কর্মীর নাম সুদাম প্রামাণিক। এরপর ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, এদিন একই জায়গায় জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করে তৃণমূল আর বিজেপি। সেখানেই দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি। আহত সুদামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিজেপি নেতাকে খুনের অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল।
ফের রাজনৈতিক হিংসার বলি ১। হুগলির খানাকুলের নতিবপুরে খুন বিজেপির এক কর্মী। তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, জাতীয় পতাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। তার জেরেই খুন। মৃত বিজেপি কর্মীর নাম সুদাম প্রামাণিক। এরপর ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, এদিন একই জায়গায় জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করে তৃণমূল আর বিজেপি। সেখানেই দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি। আহত সুদামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিজেপি নেতাকে খুনের অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল।
إرسال تعليق
Thank You for your important feedback