কর্নাটকে মাদকচক্রে জড়িত সঙ্গীতকার, অভিনেতারা


মাদক চক্রের সঙ্গে যোগের জন্য কর্নাটকের বেশ কয়েকজন নামী সঙ্গীতকার ও অভিনেতা নারকোটিক্স কন্ট্রেল ব্যুরোর নজরে। একটি বড়মাপের মাদক পাচার চক্রের হদিশ পাওয়ার পর কয়েকজনের নাম উঠে এসেছে। বুধবার একথা জানিয়েছে তদন্ত সংস্থাই। তারা জানিয়েছে, ১৪৫ টি এসট্যাসি বা মেথাইলেনডায়োক্সি-মেথামফেটামাইন বা এমডিএমএ ট্যাবলেট আর ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছ বেঙ্গালুরুর একটি হোটেল থেকে ২১ আগস্ট বাজেয়াপ্ত করেছে। সেই সূত্রে বেঙ্গালুরুতেই আরও উদ্ধার হয়েছে ৯৬টি এমডিএমএ ও ১৮০টি এলএসডি ট্যাবলেট। ধরা পড়ে এক মহিলা মাদক পাচারকারী। তার কাছে থেকেও ২৭০টি এমডিএমএ উদ্ধার হয়। গ্রেফতার হয়েছে তিনজন। তারা সমাজের উচ্চবর্গের লোকজনের কাছে এই মাদক ট্যাবলেট যোগান দিত। তাঁরা বিশিষ্ট সঙ্গীতকার, অভিনেতা থেকে ছাত্ররাও। জানা গিয়েছে, অনলাইনে বিটকয়েনের মাধ্যমেও লেনদেন চলত। এছাড়া, মুম্বই থেকেও গ্রেফতার হয় এক দম্পতি। সরকারি সূত্রে জানা গিয়েছে, এক একটি ট্যাবলেটের দাম ঘরোয়া বাজারে দেড় থেকে দুই হাজার টাকা। এগুলি তৈরি হয় ইউরোপে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم