রাজ্যের আরও এক মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড চিকিৎসা চালু হল। তবে এবার পুরোপুরি কোভিড হাসপাতাল নয়। একটি ওয়ার্ডকেই কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এনআরএস মেডিকেল কলেজের মেল চেস্ট মেডিসিন ওয়ার্ডে এবার থেকে শুধুমাত্র করোনা আক্রান্তদের চিকিৎসা হবে। এই ওয়ার্ডের ১১০টি বেড কোভিড রোগীদের জন্য চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবারই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও আইএমএ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ডা: শান্তুনু সেন এই কোভিড ইউনিটের উদ্বোধন করেন। এখানে ৫টি ভেন্টিলেটর বেড ও নন ইনভেসিভ ভেন্টিলেশনের ব্যবস্থাও থাকছে। উল্লেখ্য, এনআরএস হাসপাতালের মেল চেস্ট মেডিসিন ওয়ার্ড আপাতত স্টুডেন্ট হেলথ হোমে স্থানান্তরিত করা হয়েছে।
রাজ্যে ক্রমশ বেড়ে চলা করোনা আক্রান্তের সংখ্যার জেরে বেডের আকাল দেখা দিচ্ছে। অভিযোগও উঠছে বিস্তর। পাশাপাশি বেসরকারি হাসপাতালের লাগামছাড়া বিলের অভিযোগ নিয়েও নাজেহাল সরকার। এতদিন রাজ্যে ২৯টি সরকারি কোভিড হাসপাতাল ছিল। বর্তমানে সেটা বেড়ে হল ৩০। পাশাপাশি ৫৫টি বেসরকারি কোভিড হাসপাতালও রয়েছে রাজ্যে। আইসিইউ বেডের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৩৪ ও ভেন্টিলেটরের সংখ্যা ৭৯০টি। এনআরএস কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে টেস্টিং টেলি মেডিসিন, ভর্তি, শুশ্রুষা সমস্ত কিছুর কমপ্যাক্ট ইউনিট তৈরি হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback