![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTNo3-cyc6PdfaZAG9zxcP_cCJ9LyaLUHiryxqfwH-RTIXkwloo9jbMpsX9-IEBTDQ3k1ySfxJ5lsmuA4o5O7wPURn26xAO2xgSr-MSLhYFVtnIuAuq25Z41D-sMm7hHqfH-P7KE9zCeE/s1600/Screen+Shot+2020-08-15+at+12.02.51+PM.png)
স্বাধীনতা দিবসের সকালে উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করা হল। এই ছবি বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলায়। দীর্ঘক্ষণ এভাবে পতাকা উড়লেও হুঁশ ফেরেনি ওই পতাকা উত্তোলনকারী আইএনটিইউসি সমর্থিত বাঁকুড়া টোটো ওনার্স এণ্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের। পরে বিষয়টি নজরে আসায় সংগঠনের পদাধিকারিরা নিজেদের ভুল স্বীকার করে নেন। তবে করোনার জেরে রাজ্যের সর্বত্রই এদিন আড়ম্বরহীন স্বাধীনতা দিবসে পালিত হয়েছে। সব জেলাতেই জেলাশাসকের দফতর, পুলিশ লাইনে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। উত্তর ফুলবাড়ি সীমান্ত ও দক্ষিণে পেট্রাপোল সীমান্তে বিএসএফের জওয়ানরা মিষ্টি তুলে দেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে।
إرسال تعليق
Thank You for your important feedback