অনলাইনে আর্থিক প্রতারনা চক্রের হদিশ মিলল। বিদেশি প্রতারক দলকে সঙ্গে নিয়ে প্রতারণা চক্র চালানোর অভিযোগ প্রকাশ্য এল যাদবপুরের একাধিক অবৈধ কল সেন্টারের বিরুদ্ধে। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।সম্প্রতি সোনারপুর থানা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রায় ১৬ লক্ষ টাকা লেনদেন হয়। এরপরই ব্যাঙ্কে প্রতারণার অভিযোগ দায়ের করেন অস্ট্রেলিয়ার এক বাসিন্দা জন লি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার দ্বারস্থ হয় সোনারপুর থানার।তদন্তে নামে পুলিস।রবিবার রাতে যাদবপুরের একটি কলসেন্টারে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় ২ জনকে। সোমবার ধৃত ২ জনকে জেরা চলে। ধৃতদের কাছ থেকে যাদবপুরে আরও একটি অবৈধ কলসেন্টারের হদিশ মেলে। সোমবার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। ৩১ জনকে জেরা করে ৪ জনকে গ্রেফতার করা হয়। প্রতারণার ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করল পুলিস। ধৃতদের মধ্যে বিহার, কালিম্পঙের বাসিন্দাও রয়েছে।ধৃতদের জেরা করে প্রতারণা চক্রে আর কারা কারা জড়িত তার সন্ধানে পুলিশ। জানা গিয়েছে, কম্পিউটার সার্ভিস দেওয়ার নাম করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করত ধৃতরা গ্রাহকের কম্পিউটার হ্যাক করে তথ্য হাতিয়ে নিত। সেই তথ্যের মাধ্যমেই আর্থিক প্রতারণা চলত। মূলত বিদেশিদের টার্গেট করত এই গ্যাং।প্রতারণার সঙ্গে জড়িত অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ব্রিটেন সহ বিভিন্ন দেশের গ্যাং। পুলিস মনে করছে, কয়েক কোটি টাকা আর্থিক প্রতারণা করেছে এই দল।ধৃতদের কাছ থেকে প্রচুর মোবাইল ফোন, হার্ডডিস্ক, ল্যাপটপ উদ্ধার হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback