NEET ও JEE পরীক্ষা নিয়ে কেন্দ্রের পাশে দেড়শো শিক্ষাবিদ



NEET ও JEE পরীক্ষা আরও দেরিতে হলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে আপস করা হবে। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন দেশবিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেড়শোরও বেশি শিক্ষাবিদ। করোনা আবহে NEET ও JEE পিছিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন মহল। বিভিন্ন ছাত্রছাত্রীর পাশাপাশি এই নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। বুধবারই বিরোধী দলগুলির ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত মতো পরীক্ষা আয়োজনের কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন সাত রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আপত্তি জানিয়ে বৃহস্পতিবার মোদিকে চিঠি দিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। আপত্তি জানিয়েছেন পরিবেশবিদ গ্রেটা থুর্নবার্গ। অন্যদিকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের অবস্থানে অনড়। তারা জানিয়েছে, সব সাবধানতা মেনেই দুটি পরীক্ষাই হবে সেপ্টেম্বরে। JEE (Main) পরীক্ষা হবে ১ থেকে ৬ সেপ্টেম্বর। NEET পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর। এরই পাশাপাশি মোদিকে লেখা চিঠিতে শিক্ষাবিদদের অভিযোগ, কয়েকজন নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যত্‍‌ নিয়ে খেলছেন। চিঠিতে আরও বলা হয়েছে, করোনার জন্য তাদের কেরিয়ারের উপর অনিশ্চত হয়ে পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি ও ক্লাসের সমস্যার সমাধান করা প্রয়োজন। প্রতিবছরের মতো এবছরও লক্ষ লক্ষ পরীক্ষার্থী দ্বাদশ শ্রেণি পাস করেছেন। তাঁরা এখন বাড়িতে বসে। চিঠিতে সই করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়, জেএনইউ, ইগনু, লখনউ বিশ্ববিদ্যালয়, BHU, আইআইটি দিল্লি ও লন্ডন বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেম, ইজরায়েলের বিশ্ববিদ্যালয়ের ভারতীয় শিক্ষাবিদরা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم