ফের এক পাকিস্তানি গুপ্তচরকে আটক করল রাজস্থান পুলিশ। এবারও ফের পাক সীমান্ত লাগোয়া শহর বারমের থেকে। উল্লেখ্য দিন দুয়েক আগেই বারমের আদালত ১০ জনকে গুপ্তচর বৃত্তির জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বারমের আদালত। তারপরই বছর চল্লিশের এই ব্যক্তিকে গোপন নথি ও ছবি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে (ISI) পাঠানোর অভিযোগে গ্রেফতার করল। পুলিশ সূত্রে খবর, মুস্তাক আলি নামে ওই ব্যক্তি পাক গুপ্তচর সংস্থাকে সীমান্তের এপারের খবর পাঠাতেন। সোশাল মিডিয়ার মাধ্যমেই সীমান্ত এলাকার বিভিন্ন ছবি, খবর পাঠানোর কাজ করছিলেন মুস্তাক।
পাশাপাশি বিএসএফ ও সেনাবাহিনীর গতিবিধির খবরও পাঠাচ্ছিলেন সীমান্তের ওপারে। সেনা গোয়েন্দাদের থেকেই খবর পেয়ে বারমের পুলিশ মঙ্গলবার রাতে আটক করে মুস্তাক আলিকে। এরপর দীর্ঘ জেরায় তিনি স্বীকার করেন আইএসআই যোগাযোগের। ফলে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশের এসটিএফ। জানা গিয়েছে, ২০১৪ ও ২০১৮ সালে দুবার পাকিস্তান গিয়েছিলেন মুস্তাক। তখন থেকেই সে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করছিলেন তিনি। তাঁর সঙ্গে কাদের যোগাযোগ ছিল সেটা জানতে তদন্ত করছে রাজস্থান এসটিএফ।
A person, Mustak Ali, has been booked and arrested from Barmer for sending sensitive information regarding areas bordering Pakistan to a Pakistani agency: Intelligence Wing, Rajasthan Police pic.twitter.com/5ejRuuz8P8— ANI (@ANI) August 27, 2020
إرسال تعليق
Thank You for your important feedback