গত সপ্তাহে লাগাতার বৃষ্টিতে জল দাঁড়িয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। আগস্টের মাঝামাঝি সর্বোচ্চ বৃষ্টি হয়েছে গত ৪৪ বছরে। একাধিক নিম্নচাপের ফলেই এবার বৃষ্টির দাপট কমেনি উত্তর ও দক্ষিণে। তবুও বৃষ্টি কমতেই ফের গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের। কারণ বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ায় ভর করে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বাড়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর এর জেরেই বাতাসে আদ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়ছে।
আবহবিদদের মতে রোদ উঠলেই এই অস্বস্তি চরমে উঠবে। তবে আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা-মাঝারি বৃষ্টি চলবে। সোমবার এবং মঙ্গলবার এই দু’দিন উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। এবারের গ্রীষ্মে খুব গরম অনুভব করেনি বাংলার মানুষ, তার একটা অন্যতম কারণ গৃহবন্দী থাকা। পাশাপাশি নিয়মিত বৃষ্টি হওয়াতে গরম তেমন অনুভব করেনি আম নাগরিক। কিন্তু গত কয়েকদিন ধরে প্রবল গরমে অস্থির দক্ষিণবঙ্গ। কথাই আছে ভাদ্রের গরমে মানুষ তো বটেই জন্তু জানোয়াররা হাঁসফাঁস করে। ফের বৃষ্টির জন্য প্রার্থনা শুরু করছে বাংলার মানুষ।
إرسال تعليق
Thank You for your important feedback