আকাশছোঁয়া আলুর দাম কমছেই না


বাঙালি হেঁসেলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল আলু। আলুর দাম বৃদ্ধিতে বাঙালি হেঁসেলে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড়। একলাফে আলুর দাম বেড়ে দাঁড়াল ৩০ টাকা। লকডাউলে আলুর এমন দাম বৃদ্ধিতে মাথায় হাত আমজনতার। আলুর এই অগ্নিমূল্য কেন? সিএন-এর অর্ন্ততদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। অভিযোগ, রাজ্য সরকারের দ্বিচারিতায় আলুর অগ্নিমূল্য। কারণ গত জুলাই মাসে রাজ্য সরকারের মিড ডে মিল দপ্তর জেলায় জেলায় ২৮ টাকা কেজি দরে আলু কেনার নির্দেশিকা জারি করে। আবার ওই দপ্তরই সেপ্টেম্বরে ৩০ থেকে ৩৫ টাকায় আলু কেনার জন্য নির্দেশিকা জারি করেছে। অর্থাত্ রাজ্য সরকারেরই একটি দপ্তর আলুর দাম নির্দিষ্ট করে দিচ্ছে। আবার রাজ্য সরকারই আলুর দাম ২৫ টাকা বেঁধে দিচ্ছে। স্বভাবতই খোলাবাজারে আলুর দাম এক লাফে কয়েক টাকা বেড়ে গেল। আলুর দাম বৃদ্ধির আরও কয়েকটি কারণ। এক, বারবার লকডাউন। দুই, অতিবৃষ্টি। অতিবৃষ্টির জেরে সবজির ফলন রীতিমত ক্ষতিগ্রস্ত। যার দরুণ বাজারে এখন আর কোনও সবজির যোগান সেভাবে প্রায় নেই বললেই চলে। তাই ক্রেতার নজর আলুর দিকে। আলুর চাহিদা বেড়েছে। এদিকে আলুর যোগানও বাড়েনি। তিন, এরাজ্যের আলু আবার রফতানি হচ্ছে ওড়িশা, অন্ধ্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং অসমে। অন্য রাজ্যে আলুর দাম বেশি। চার, আলুর যোগান কম। সবমিলিয়ে যত চাহিদা সেই অনুপাতে যোগান না থাকাতেই বাড়ছে দাম। মজুতদাররা বাজারে আলু না ছাড়ায় দাম বৃদ্ধি বলে বিক্রেতাদের অভিযোগ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم