একদিকে কেন্দ্রে কংগ্রেস সভাপতি নিয়ে সমস্যা, অন্যদিকে এ রাজ্যে সোমেন মিত্রর প্রয়াণের পরে শূন্য প্রদেশ সভাপতির আসনও। বেশ কয়েকদিন কেটে যাবার পরেও প্রদেশ কংগ্রেস অভিভাকহীন। এখনও ঠিক হয়নি প্রদেশ সভাপতি কে হবেন। যদিও কংগ্রেস সূত্রের খবর, অনেকগুলি নাম উঠেও এসেছে। আব্দুল মান্নান, অধীর চক্রবর্তী, প্রদীপ ভট্টাচার্য ইত্যাদি। অধীরবাবু নাকি জানিয়েছেন তিনি এখন লোকসভার কাজে ব্যস্ত। তিনি বর্তমানে লোকসভায় কংগ্রেসের পরিষদীয় নেতা, কাজেই দিল্লিতেই তাঁর ব্যস্ত সময় কাটে। অন্যদিকে মান্নান আবার রাজ্য বিধানসভার বিরোধী নেতা। সুতরাং ভরসা সেই প্রদীপেই। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রদীপবাবুকে জানানো হয়েছে তা, শুধু এখন ঘোষণাটাই বাকি।
إرسال تعليق
Thank You for your important feedback