প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার বিকেলে তাঁর জীবনাবসান হয়েছে বলে জানিয়েছেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তাঁর প্রতি শ্রদ্ধায় জাতীয় পতাকা অর্ধনমিত করে দেওয়া হয়। ঘোষণা করা হয় সাতজনের জাতীয় শোক। তাঁর শেষকৃত্য হবে কাল, মঙ্গলবার। তাঁর প্রয়াণে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন সব দলের নেতা, সমাজের সব বিশিষ্ট মানুষজন। রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব দলের নেতারা শোক জানিয়েছেন। নরেন্দ্র মোদি বলেছেন, প্রণববাবু ছিলেন গগনচুম্বী এক ব্যক্তিত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একটা যুগের অবসান হল। মেয়ে শর্মিষ্ঠার কথায়, আমার সৌভাগ্য এমন বাবা পেয়েছিলাম। তাঁদের দেশের অকৃত্রিম বন্ধু প্রণববাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত কুড়িদিন ধরে প্রণববাবু দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন। গত ৯ আগস্ট তাঁর বাড়িতে তিনি পড়ে গিয়ে মাথায় চোট পান। মস্তিস্কে রক্ত জমাট বাঁধায় তাঁর অস্ত্রোপচার হয়। তাঁরপর থেকেই তিনি কোমায় চলে যান। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। রবিবারই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। ফুসফুসে সংক্রমণের জন্য তাঁর সেপটিক শক হয়েছিল। তাছাড়া, তিনি ছিলেন করোনা পজিটিভও। সেইসঙ্গে ছিলরয়েছে কিডনির সমস্যাও। তাঁর স্ত্রী প্রয়াত। ছেলে ও মেয়ে রয়েছে।
গত কুড়িদিন ধরে প্রণববাবু দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন। গত ৯ আগস্ট তাঁর বাড়িতে তিনি পড়ে গিয়ে মাথায় চোট পান। মস্তিস্কে রক্ত জমাট বাঁধায় তাঁর অস্ত্রোপচার হয়। তাঁরপর থেকেই তিনি কোমায় চলে যান। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। রবিবারই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। ফুসফুসে সংক্রমণের জন্য তাঁর সেপটিক শক হয়েছিল। তাছাড়া, তিনি ছিলেন করোনা পজিটিভও। সেইসঙ্গে ছিলরয়েছে কিডনির সমস্যাও। তাঁর স্ত্রী প্রয়াত। ছেলে ও মেয়ে রয়েছে।
With a Heavy Heart , this is to inform you that my father Shri #PranabMukherjee has just passed away inspite of the best efforts of Doctors of RR Hospital & prayers ,duas & prarthanas from people throughout India !— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 31, 2020
I thank all of You 🙏
إرسال تعليق
Thank You for your important feedback