সম্ভবত ১০ সেপ্টেম্বর থেকে সংসদের অধিবেশন


সম্ভবত ১০ সেপ্টেম্বর থেকে বসছে সংসদের বাদল অধিবেশন। চলবে চার সপ্তাহ। করোনাভাইরাসের প্রকোপের জন্য এবার অনেক ধরনের সামাজিক দূরত্ববিধি মানা হবে। সাংসদের মধ্যে শারীরিক যোগাযোগ কমাতে নেওয়া হবে ব্যবস্থা। সম্ভবত অধিবেশনে কোনও প্রশ্নোত্তর পর্ব থাকবে না। অধিবেশন চলবে সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত। দুটি গেট দিয়ে শুধু সাংসদরাই ঢুকতে পারবেন। প্রাক্তন সাংসদ এবং দর্শকরা আসতে পারবেন না। ঢোকা বেরোনোর সব গেটেই থাকবে স্যানিটাইজারের ব্যবস্থা। ফেসমাস্ক বাধ্যতামূলক হবে। রাজ্যসভা ও লোকসভার অধিবেশন হবে একদিন পরপর। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন হবে দুই কক্ষ, লবি ও সেন্ট্রাল হলে। ভিতরে বসার জায়গা কেমনভাবে ঠিক হবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم