নিম্নচাপ সরছে ওডিশা, ছত্তিশগড়ের দিকে


উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবে বুধবার ওড়িশায় ও বৃহস্পতিবার ছত্তিশগড়ে প্রবল বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ ,রাজস্থানেও। আগামী ৪ দিনে এটি রাজস্থান পর্যন্ত যাবে।
এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এদিন ভারী বৃষ্টির সর্তকতা। কলকাতাসহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হবে না।মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত।সমুদ্র উপকূলে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া থাকায় সমুদ্র উত্তাল হবে। দক্ষিণবঙ্গের চার জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم