সিবিআই গোয়েন্দাদের মুখোমুখি হলেন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। শুক্রবার সকালে রিয়াকে সিবিআইয়ের জেরা শুরু হয়েছে। ২৮ বছরের এই অভিনেত্রীর বিরুদ্ধে সুশান্তের টাকা সরানো ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছেন সুশান্তের বাবা কে কে সিং। তারপরই সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নেমেতে সিবিআই। এর আগে রিয়ার বাবা ও ভাইকে জেরা করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা। সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকেও টানা সাতদিন জেরা করা হয়েছে। জানা গিয়েছে, জেরার মুখে সিদ্ধার্থ জানিয়েছেন, গত ৮ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে ৮টি হার্ড ডিস্ক নষ্ঠ করা হয়েছিল। তবে সেই হার্ড ডিস্কগুলিতে কী ছিল তা তিনি জানেন না। সেসময় সুশান্ত নিজে, রিয়া, রাঁধুনি নীরজ ও গৃহকর্মী দীপেশ সাওয়ন্ত উপস্থিত ছিলেন।
আইটি বিশেষজ্ঞদের দিয়ে সেইসব হার্ড ডিস্ক আগেই কপি করা হয়েছিল। ওইদিনই তুমুল ঝগড়ার পর রিয়া সুশান্তের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান। আর আসেননি। এরইমধ্যে এই মৃত্যুর সঙ্গে মাদকের যোগাযোগ নিয়ে তদন্ত করতে দিল্লি থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা মুম্বই গিয়েছেন। মনে কার হচ্ছে, ওইসব মুছে দেওয়া মেসেজে গাঁজা সহ অন্যান্য মাদক কেনা ও ব্যবহার করা নিয়েই কথাবার্তা ছিল। এর আগে ইডি রিয়াকে জেরা করেছে। রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটও মুছে ফেলা হয়। অনুমান, তাতেও মাদক নিয়েই কথা চালাচালি ছিল। ভুবনেশ্বরে সেরা গাঁজা পাওয়া যায়, ছিল তেমন মেসেজও।
إرسال تعليق
Thank You for your important feedback