উত্তরের রবি কি অস্তাচলের পথে ?


প্রসূন গুপ্ত
একদম গোড়ার দিক থেকে তৃণমূল সদস্য এবং চিরকালই মমতা অনুগামী কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ। বর্তমানে তিনি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। ২০১১তে তৃণমূল যখন ক্ষমতায় আসে তখনও উত্তরবঙ্গের কোচবিহার জেলা ছাড়া আর ৫ জেলাতে সেরকম ফল দেখাতে পারেনি মা-মাটি-মানুষের দল। অনেকেই বলে রবিবাবুর দাপট এবং সাংগঠনিক ক্ষমতায় কোচবিহারের অধিকাংশ আসন আসে তৃণমূলের ঝুলিতে। এর আগে ২০০৯ সালেও কোচবিহার লোকসভা আসনটি আসে তৃণমূলেরই।
রবীন্দ্রনাথবাবুর পুরস্কার আসে এরপরেই। ২০১৬ সালে নির্বাচনে জিতে আসায় গৌতম দেবের জায়গায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতর যায় তাঁর কাঁধে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ২০১৯ সালে সম্পূর্ণ ভরাডুবি হয় উত্তরবঙ্গের সবকটি আসনে। দাপট বাড়ে বিজেপির। এরপর থেকেই শোনা যায় রবিবাবুর ডানা ছাঁটার কাজ শুরু হয়। প্রথমে হাতছাড়া হয় কোচবিহার জেলা সভাপতির পদ। এরপর ধীরে ধীরে বার্তা যায়, ‘নিজের এলাকা দেখো’। বর্তমানে রবিবাবুর মন্ত্রী পদ থাকলেও বাকি দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়। এখন কোচবিহারের দায়িত্ব তাঁরই হাতে গড়া যুব নেতা পার্থপ্রতীম রায়ের হাতে। বর্তমানে যাঁর সঙ্গে মন্ত্রীবাবুর সম্পর্ক একেবারে শীতল। তিনি লকডাউনে গৃহবন্দি থাকছেন আর সময় পেলে নিজের বিধানসভা এলাকায় যাচ্ছেন, ব্যাস, এটুকুই দৌড়। শনিবারও ২১৫টি পরিবারকে তৃণমূলে যোগদান করান তিন।
দাপুটে এই নেতার অবস্থান দেখে রাজনৈতিক মহলের প্রশ্ন তবে কি উত্তরের রবি অস্তাচলের পথে ? উত্তর দেবে কি ২১ এ নির্বাচন !

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم