চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়ার আগে তাঁর আগামী ফিল্ম সড়ক২-এর জন্য ডাবিং শেষ করে যাবেন সঞ্জয় দত্ত। ৬১ বছরের সঞ্জয় মঙ্গলবারই জানিয়েছিলেন, তিনি স্বাস্থ্যের জন্য ছোট বিরতি নিচ্ছেন। তবে তার আগে ডাবিং শেষ করবেন তিনি। ডাবিংয়ের অল্প কাজই বাকি রয়েছে। স্বাসকষ্ট নিয়ে তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় গত শনিবারে। ছাড়া পেয়েছেন সোমবার। সোশাল মিডিয়ায় তিনি অনুরোধ করেছেন, তাঁর স্বাস্থ্য নিয়ে যেন জল্পনা না করা হয়। ফুসফুলে ক্যান্সার নিয়ে কোনও গুজবও যেন ছড়ানো না হয়। তাঁর কী হয়েছে তা নিয়ে অবশ্য তিনি কোনও মন্তব্য করেননি। একই অনুরোধ জানিয়েছেন সঞ্জয়জায়া মান্যতা। তিনিও ভক্তদের গুজবের শিকার না হতে বলেছেন। এখন সঞ্জুবাবার সড়ক ২ ও ভুজের মতো ফিল্ম মুক্তির অপেক্ষায়। তা মুক্তি পাবে ডিজনি হটস্টারে।
চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়ার আগে তাঁর আগামী ফিল্ম সড়ক২-এর জন্য ডাবিং শেষ করে যাবেন সঞ্জয় দত্ত। ৬১ বছরের সঞ্জয় মঙ্গলবারই জানিয়েছিলেন, তিনি স্বাস্থ্যের জন্য ছোট বিরতি নিচ্ছেন। তবে তার আগে ডাবিং শেষ করবেন তিনি। ডাবিংয়ের অল্প কাজই বাকি রয়েছে। স্বাসকষ্ট নিয়ে তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় গত শনিবারে। ছাড়া পেয়েছেন সোমবার। সোশাল মিডিয়ায় তিনি অনুরোধ করেছেন, তাঁর স্বাস্থ্য নিয়ে যেন জল্পনা না করা হয়। ফুসফুলে ক্যান্সার নিয়ে কোনও গুজবও যেন ছড়ানো না হয়। তাঁর কী হয়েছে তা নিয়ে অবশ্য তিনি কোনও মন্তব্য করেননি। একই অনুরোধ জানিয়েছেন সঞ্জয়জায়া মান্যতা। তিনিও ভক্তদের গুজবের শিকার না হতে বলেছেন। এখন সঞ্জুবাবার সড়ক ২ ও ভুজের মতো ফিল্ম মুক্তির অপেক্ষায়। তা মুক্তি পাবে ডিজনি হটস্টারে।
إرسال تعليق
Thank You for your important feedback