করোনার টিকা নিয়ে সিরাম ইন্সটিটউট অফ ইন্ডিয়ার সঙ্গে চুক্তি হচ্ছে বাংলাদেশের বেমিক্সোর। তারা টিকা তৈরিতে লগ্নি করবে। লগ্নি পরিমাণ জানানো হয়নি। তবে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা পাওয়ার উপর তা নির্ভর করবে। চুক্তির মূল কথা, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে চুক্তিমতো তাদের পরিমাণে টিকার জোগান দেওয়া। বেক্সিমকো সিরামের মালিক আদার পুনেওয়ালা এবং বিপিএলের প্রিন্সিপাল সায়ন রহমান এক বিবৃতিতে বলেছেন, একবার বিশ্বে এই টিকা রেজিস্টার হলে বাংলাদেশ হবে সেই টিকাপ্রাপকদের মধ্যে প্রথম। দুই দেশের উষ্ণ সম্পর্কেরই এটা প্রমাণ। এর আগে ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তখনই তিনি জানিয়েছেন, ভারতে তৈরি টিকা প্রথমে পাবে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, চিনের সিনোভ্যাক বায়োটেকের টিকার শেষ পর্যায়ের পরীক্ষার জন্য দেশের একজনকে বাছাই করা হয়েছে। উল্লেখ্য, সিরাম অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালাচ্ছে। ব্রাজিল, আমেরিকা এবং ব্রিটেনে এই পরীক্ষা চালানো হচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback