এবার সঙ্গীতশিল্পী নেহা কক্করের নাম মালদার মানিকচক কলেজের মেরিট লিস্টে। কলা বিভাগের পাশ কোর্সে প্রথমে নাম রয়েছে মুম্বইয়ের সঙ্গীত শিল্পীর। শুধু তাই নয়, এডুকেশন ও ইংরেজির অনার্সের মেরিট লিস্টেও নাম রয়েছে নেহা কক্করের। এর আগে কলকাতার আশুতোষ কলেজের মেরিট লিস্টে প্রথমে নাম ছিল বলিউড তারকা সানি লিওনের। কলেজের বিএ (অনার্স)-এর তালিকায় একেবারে উপরে ছিল তাঁর নাম। ইংরেজি অনার্সের জন্য চারটি বিষয়ে তিনি ৪০০ পেয়েছেন বলে লেখা রয়েছে। তা নিয়ে হইচই কম হয়নি। সোশাল মিডিয়ায় তোলপাড় হওয়ার পর সানি নিজে তার জবাবও দিয়েছিলেন। সানি লিখেছেন, আগামী সেমিস্টারে কলেজে দেখা হচ্ছে। আসা করছি, তোমরাও ক্লাসে থাকবে। তালিকা নজরে আসার পরই অবশ্য কলেজ কর্তৃপক্ষ তা ঠিক করে দিয়েছে। মালদার কলেজ কর্তৃপক্ষও জানিয়েছেন, কোনও কারণ ত্রুটি হয়েছে। তা সংশোধন করা হচ্ছে।
এবার সঙ্গীতশিল্পী নেহা কক্করের নাম মালদার মানিকচক কলেজের মেরিট লিস্টে। কলা বিভাগের পাশ কোর্সে প্রথমে নাম রয়েছে মুম্বইয়ের সঙ্গীত শিল্পীর। শুধু তাই নয়, এডুকেশন ও ইংরেজির অনার্সের মেরিট লিস্টেও নাম রয়েছে নেহা কক্করের। এর আগে কলকাতার আশুতোষ কলেজের মেরিট লিস্টে প্রথমে নাম ছিল বলিউড তারকা সানি লিওনের। কলেজের বিএ (অনার্স)-এর তালিকায় একেবারে উপরে ছিল তাঁর নাম। ইংরেজি অনার্সের জন্য চারটি বিষয়ে তিনি ৪০০ পেয়েছেন বলে লেখা রয়েছে। তা নিয়ে হইচই কম হয়নি। সোশাল মিডিয়ায় তোলপাড় হওয়ার পর সানি নিজে তার জবাবও দিয়েছিলেন। সানি লিখেছেন, আগামী সেমিস্টারে কলেজে দেখা হচ্ছে। আসা করছি, তোমরাও ক্লাসে থাকবে। তালিকা নজরে আসার পরই অবশ্য কলেজ কর্তৃপক্ষ তা ঠিক করে দিয়েছে। মালদার কলেজ কর্তৃপক্ষও জানিয়েছেন, কোনও কারণ ত্রুটি হয়েছে। তা সংশোধন করা হচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback